লালপুরে পাওয়ার ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে চলকের মৃত্যু!

Spread the love

নাটোরের লালপুরে পাওয়ার ট্রলির চাকা পাম ছাড় হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে শিপলু (৩৪) নামের এক পাওয়ার ট্রলির চালকের মৃত্যু হয়েছে। শিপুল উপজেলার রহিমপুর গ্রামের কামাল কবিরাজের ছেলে।

সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৪৫ মিনেটের দিকে উপজেলার লালপুর-বাঘা সড়কের মঞ্জিলপুকুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানাগেছে, সন্ধ্যার সময় পাওয়ার ট্রলি নিয়ে লালপুর যাবার পথে মঞ্জিলপুকুর নামক স্থানে পৌঁছালে পাওয়ার ট্রলির সামনের চাকা পাম ছাড় হয়ে পাওয়ার ট্রলিটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে। এতে গুরুতর আহত হন ট্রলির চালক শিপলু। পরে স্থানীয়রা এসে গুরুত্বর আহত অবস্থায় শিপলুকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

লালপুর থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

//zohabd.com/মো. আশিকুর রহমান টুটুল

আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই

Check Also

সাবেক শেখ হাসিনাকে

সাবেক শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামি খালাস

Spread the loveসাবেক শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৯ আসামিসহ সকল আসামি খালাস পেয়েছে পাবনার ঈশ্বরদী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *