লালপুরে ওয়ালিয়া উন্মুক্ত বাজেট ঘোষণা
নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া ইউনিয়ন পরিষদের ২০২০-২০২১ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩০ মে) দুপুরে দেশ ব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে সামাজিক দুরত্ব বজায় রেখে ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে সিমিত পরিসরে উন্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইউপি সচিব আরিফুল ইসলাম ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পরিষদের বাজেটে ঘোষনা করেন। বাজেটে সম্ভাব্য আয় ধরা হয় ১ কোটি ৯৬ লক্ষ ২৫ হাজার ৪১০ টাকা। সম্ভাব্য ব্যয় ধরা হয় ১ কোটি ৯৪ লক্ষ ৫০ হাজার ৫১০ টাকা। সম্ভাব্য উদ্বৃতি ধরা হয় ১ লক্ষ ৭৪ হাজার ৯০০ টাকা।
উন্মুক্ত বাজেট অধিবেশনে ইউপি সদস্য আকরাম হোসেনের সঞ্চলনায় ও ইউপি চেয়ারম্যান আনিছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি, নাটোর জেলা পরিষদের সদস্য আব্দুল্লা হেল সাফি টুকু, নাটোর জেলা আ.লীগের সদস্য উপাধক্ষ্য বাবুল আক্তার, লালপুর থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, লালপুর থানা আ.লীগের যুুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুস্তাফিজুল আলম, ওয়ালিয়া ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি তফিজ উদ্দিন প্রমুখ। এছাড়াও ওয়ালিয়া ইউপির সকল সদস্য-সদেস্যাসহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তি ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
মো. আশিকুর রহমান টুটুল