লালপুরে ইউনিয়ন পর্যায়ে শুরু হয়েছে টিসিবি’র পণ্য বিক্রি
শুধু শহর নয়, গ্রাম পর্যায়ে মানুষের দোর গোড়ায় সেবা পৌঁছানোর লক্ষে নাটোরের লালপুরে এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার ওয়ালিয়া বাজারে এই পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেন ডিলার। এসময় ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ভোক্তাদের সামাজিক দুরত্ব বজায় রেখে লাইনে দাঁড়িয়ে এই টিসিবির পণ্য ক্রয় করতে সহায়তা করেন।
বাংলা কবিতা: আমার ছোট্ট গাঁয়ে কবি | আশিকুজ্জামান জুয়েল
টিসিবির পন্যের মধ্যে রয়েছে সয়াবিনের তেল, চিনি, ছোলা ও মসুরের ডাল। প্রতি জন ভোক্তা ২লিটার সয়াবিনের তেল (প্রতি কেজি ৮০ টাকা ), ২ কেজি চিনি (প্রতি কেজি ৫০), ২.৫০ কেজি ছোলা (প্রতি কেজি ৬০ ) ও ৫০০ গ্রাম মসুরের ডাল ( ২৫ টাকা) মূল্যে কিনতে পারবেন।
এব্যাপারে লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি জানান, ‘সরকারী নির্দেশনা অনুযায়ী শুধু শহর নয় গ্রাম পর্যায়ে মানুষের দোরগড়ায় সকল সেবা পৌঁছে দেওয়ার লক্ষে পৌরসভার পরে এই প্রথম ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রয় করা হয়েছে। ভোক্তাদের চাহিদা অনুযায়ী আগামীতে টিসিবির পন্য বিক্রয় বাড়ানো হবে বলেও তিনি জানান।’
//zohabd.com/মো. আশিকুর রহমান টুটুল, নাটোর