লালপুরে অর্ধশত ছিন্নমূল মানুষকে দু’বেলা খেতে দিচ্ছে আমরা ক’জন

Spread the love

দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে ট্রেন চলাচল বন্ধ করা হলে লালপুরের আব্দুলপুর স্টেশন এলাকাতেই আটকে পড়ে ভাসমান নারী, পুরুষ, শিশু, ট্রেনের ভিক্ষুক, হোটেল কর্মচারী, হকারসহ অর্ধশতাধিক গৃহহীন ছিন্নমূল মানুষ। যাদের অধিকাংশই এখন রাত কাটান নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর রেলওয়ে জংশন স্টেশনে।

এমন অর্ধশতাধিক ছিন্নমূল মানুষকে ১০ দিন ধরে প্রতিদিন দু’বেলা খেতে দিচ্ছে স্টেশন সংলগ্ন গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের আমরা ক’জন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।
সোমবার সরেজমিনে আব্দুলপুর স্টেশন এলাকায় গেলে স্থানীয়রা জানান, দেশব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে ট্রেন চলাচল বন্ধ করা হলে আব্দুলপুর স্টেশন এলাকাতেই আটকে পড়ে অর্ধশতাধিক গৃহহীন ছিন্নমূল মানুষ।

আগে তারা সবসময় স্টেশনের প্লাটফরমে অবস্থান করলেও বর্তমানে প্রশাসনের তৎপরতায় তারা স্টেশনেও থাকতে পারছেনা আবার খাদ্যের জন্য কোন এলাকায় যেতেও পারছেনা। হোটেল সহ অধিকাংশ দোকানপাট বন্ধ থাকায় বিপাকে পড়েছেন তারা। সারাটা দিন আশেপাশের কোন বাগান অথবা গাছতলায় সময় কাটিয়ে রাতে তারা স্টেশন এলাকাতেই থাকছেন। গোসাইপুর পশ্চিমপাড়া গ্রামের কতিপয় যুবক সংগঠিত হয়ে ওই সব মানুষের পাশে দাঁড়িয়েছেন। তারা প্রতিদিনই দুপুর ও রাতে পেট পুরে খাবারের ব্যবস্থা করেছেন তাদের।

আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই

এসময় কথা আব্দুলপুর স্টেশনে আটকেপড়া পাবনার রাসু (৪০) নামের একজন হোচেল কর্মচারীর সঙ্গে তিনি বলেন, সে একটি হোটেল কাজ করতেন। হোটেলেই রাতে ঘুমাতেন। করোনা সংক্রমণ রোধে সরকারী সিদ্ধান্ত মোতাবেক হোটেল বন্ধ হয়ে গেলে তার আয় রোজগার বন্ধ হয়ে যায়। হারিয়ে যায় রাত কাটানোর জায়গাটুকুও। রাসু আরো জানান, ট্রেন বাস বন্ধ হয়ে যাওয়ায় বাড়ি যেতে পারছিনা। কাজ বন্ধ হয়ে যাওয়ায় না খেয়ে দিন কাটাতে হতো এলাকার মানুষ দু’বেলা খাবারের ব্যবস্থা করায় কোন রকমে বেঁচে আছি।’

এসময় দেখা যায় মাদারীপুরের মৌসুমী শ্রমিক ইদ্রিস আলী (৬০), বগুড়ার আফজাল (৬৮), গাইবন্ধার ভিক্ষুক আব্দুস সোবাহান (৬৫), নওগাঁর মিনু বেগমসহ শতাধিক ভাসমান মানুষ দু’বেলা খাবার খেয়ে আব্দুলপুর স্টেশন এলাকায় রাত কাটাচ্ছেন।’

আমরা ক’জন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ওবায়দুল্লাহ জানান,‘তাদের সংগঠনের কোন সভাপতি সম্পাদক নেই। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই তারা আমরা ক’জন নামে একত্রিত হয়েছেন। তারা ১০ দিন যাবৎ তাদের নিজস্ব অর্থায়নে প্রায় অর্ধশতাধিক পথশিশু, ভিক্ষুক, উন্মাদ, এতিম অসহায় ছন্নছাড়া ঠিকানাবিহীন মানুষদের জন্য দুপুর ও রাত্রে দুইবেলা খাবারের ব্যবস্থা করেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অসহায় মানুষদের জন্য স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দুইবেলা রান্না করা খাবার বিতরণের চেষ্টা চালিয়ে যাবেন।’

//zohabd.com/মো. আশিকুর রহমান টুটুল

Check Also

নাটোরের লালপুর

প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা বিকাশ

Spread the loveনাটোরের লালপুর আর রাজশাহীর বাঘা – প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *