রোজা ও ইফতারের দোয়া এবং ইফতারের আগে ও পরের দোয়া

Spread the love

রোজা ও ইফতারের দোয়া

রোজা ও ইফতারের দোয়া আমাদের সকলকে সঠিক ও সুন্দর ভাবে মুখস্ত করতে হবে। 
প্রতিটি সৎ কাজের জন্য সঠিক ভাবে নিয়ত করতে হবে। পবিত্র মাহে রমজানে সব কিছু সঠিক হোক আমিন।

রোজার নিয়ত আরবিতে

نَوَيْتُ اَنْ اُصُوْمَ غَدًا مِّنْ شَهْرِ رَمْضَانَ الْمُبَارَكِ فَرْضَا لَكَ يَا اللهُ فَتَقَبَّل مِنِّى اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْم

আরবি নিয়ত বাংলায়

নাওয়াইতু আন আছুম্মা গাদাম মিন শাহরি রমাজানাল মুবারাকি ফারদাল্লাকা, ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নিকা আনতাস সামিউল আলিম।

রোজার নিয়তের বাংলা অর্থ :

অর্থ : হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত ফরজ রোজা রাখার ইচ্ছা পোষণ (নিয়্যত) করলাম। অতএব তুমি আমার পক্ষ থেকে (আমার রোযা তথা পানাহার থেকে বিরত থাকাকে) কবুল কর, নিশ্চয়ই তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী।

আরও পড়ুন >> তারাবীর নামাজ পড়ার নিয়ম এবং ফজিলত সমুহ

ইফতারের দোয়া আরবিতে

اَللَّهُمَّ لَكَ صُمْتُ وَ عَلَى رِزْقِكَ وَ اَفْطَرْتُ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّاحِيْمِيْن

ইফতারের দোয়া বাংলায়

আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা ওয়া আফতারতু বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।

অর্থঃ- হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিক দ্বারা ইফতার করছি

Review >> SAMSUNG Galaxy S21 FE 5G (128 GB) (8 GB RAM)

ইফতারের আগ মুহূর্তে এই দোয়া পড়তে হয়

اَسْتَغْفِرُ اللهَ الْعَظِيْم – اَلَّذِىْ لَا اِلَهَ اِلَّا هُوَ اَلْحَيُّ الْقَيُّوْمُ وَ اَتُوْبُ اِلَيْهِ لَا حَوْلَ وَ لَا قُوَّةَ اِلَّا بِاللَّهِ الْعَلِىِّ الْعَظِيْم

দোয়া বাংলায় : আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।

ইফতার করার পর মহান আল্লাহ তাআলার নিকট শুকরিয়া আদায় করার জন্য এই দোয়াটি পড়তে হয়

ذَهَبَ الظَّمَاءُ وَابْتَلَتِ الْعُرُوْقُ وَ ثَبَتَ الْأَجْرُ اِنْ شَاءَ اللهُ

দোয়া বাংলায় : জাহাবাজ জামাউ; ওয়াবতালাতিল উ’রুকু; ওয়া ছাবাতাল আঝরূ ইনশাআল্লাহ।

Check Also

তারাবীর নামাজ পড়ার নিয়ম

তারাবীর নামাজ পড়ার নিয়ম এবং ফজিলত সমুহ

Spread the loveতারাবীর নামাজ পড়ার নিয়ম এবং ফজিলত শুরু হয়েছে রহমত, মাগফেরাত ও নাজাতের মাস …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *