রূপালী ব্যাংক লিমিটেড এ সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট) পদে নিয়োগ ২০২০

Spread the love

রূপালী ব্যাংক লিমিটেড

ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত রূপালী ব্যাংক লিমিটেড এ ‘সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট)’ ২০১৮ সাল ভিত্তিক ১৫টি শূন্য পদে নিয়ােগের নিমিত্তে প্রার্থীদের নিকট থেকে প্যানেল প্রস্তুতির জন্য নিম্নবর্ণিত শর্তাধীনে প্রতিযােগিতামূলক পরীক্ষার মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে Online এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে ।

পদের নাম: সিনিয়র অফিসার (ফিন্যান্সিয়াল এনালিস্ট)
বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ এর টাকা ২২০০৫-২৩১০৫-২৪২৬০… … -৪৮১২০০-৫০৫৩০-৫৩০৬০টাকা

শিক্ষাগত:
ক) স্বীকৃত কোনাে বিশ্ববিদ্যালয় হতে ব্যাংকিঅর্থনীতি/ব্যবস্থাপনা/ফিন্যান্স/হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অথবা যােগ্যতা সিএ/এফসিএ বা এমবিএ ডিগ্রি থাকতে হবে। খ) শিক্ষা &ীবনে অন্তত ১টি ১ম শ্রেণি/বিভাগ/সমমানের গ্রেড পয়েন্ট থাকতে হবে। কম্পিউটার স্কিল আবশ্যক। গ) কোন পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি/সমমানের গ্রেড পয়েন্ট গ্রহণযােগ্য হবে না।


আবেদন ফি এর পরিমাণ : পরীক্ষার ফি অফেরতযােগ্য টাঃ২০০/- (টাকা দুইশত মাত্র) যা ডাচ বাংলা ব্যাংক লিমিটেড এর Payment Gateway ‘রকেট এর মাধ্যমে প্রদান করতে হবে।

আবেদন পদ্ধতি :

Online Application Form : শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকের নিয়ােগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) -এর Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। Online এ আবেদন দাখিলের সময় ফরম পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী ওয়েবসাইটেই পাওয়া যাবে।

আবেদন শেষ তারিখ: ০৬ সেপ্টম্বর ২০২০ ইং
Tracking page সংগহের শেষ তারিখ: ০৮ সেপ্টম্বর ২০২০।

Check Also

এইচ এস সি পাসেই চাকরি

এইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা

Spread the loveএইচ এস সি পাসেই চাকরি দেবে ব্র্যাক এনজিও সংস্থা। উক্ত সংস্থাটির মাইগ্রেশন প্রোগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *