রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। বর্তমানে সংস্থার বিভিন্ন কর্ম এলাকায় (ঢাকা, চট্রগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলায়) চলমান ঋণ কর্মসূচীর শূণ্য পদে জরুরী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছেঃ
১। পদের নাম: জোনাল ম্যানেজার (জেড,এম)
পদ সংখ্যা-১০টি
বেতনঃ মূল বেতন ২৬,০০০/- হতে ৫৭,০০০/- (নিয়মিতকরণের পরে)।
২। পদের নাম: এরিয়া ম্যানেজার (এ.এম)
পদ সংখ্যা-৩০টি
বেতনঃ মূল বেতন ২২,৪০০/- হতে ৪৯,২৬০/- (নিয়মিতকরণের পরে)।
৩। পদের নাম: শাখা ব্যবস্থাপক (বি.এম)
পদ সংখ্যা- ১০০টি
বেতনঃ মূল বেতন ১৬,২০০/- হতে ৩৫,৯৩০/- (নিয়মিতকরণের পরে)
৪। পদের নাম: শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা (বি.এ.ও)
পদ সংখ্যা- ১০০টি
বেতনঃ মূল বেতন ১৩,৪০০/- হতে ২৯,৯১০/- (নিয়মিতকরণের পরে)।
০৫। পদের নাম: ক্রেডিট অফিসার (সি.ও).
পদ সংখ্যা- ৪০০টি
বেতনঃ মূল বেতন ১১,০০০/- হতে ২৪,৭৫০/- (নিয়মিতকরণের পরে)
শর্তাবলীঃ
১। উপরোক্ত সকল পদের প্রার্থীকে মটর সাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
২। ৩ মাস শিক্ষানবীশকাল শেষে সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
৩। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ০১/০২/২০২০ খ্রীষ্টাব্দ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) বরাবর দরখাস্ত –
৪। “মানব সম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ী-২০, সড়ক-১১ (নতুন), ৩২ (পুরাতন), ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯”-এ ঠিকানায় প্রেরন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
৫। নিয়োগ বিজ্ঞপ্তিটি সংস্থার ওয়েবসাইট www.ric-bd.org এ পাওয়া যাবে।
৬। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে। খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে।