রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজশাহী মেডিকেল বিভিন্ন পদে যোগদানের সুযোগ দিয়ে মেধাবী ও যোগ্য প্রার্থীদের আবেদন আহ্বান করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা ও সেবায় অবদান রাখতে ইচ্ছুকদের জন্য এটি একটি মূল্যবান সুযোগ। আগ্রহীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নিয়োগ

পদের নাম ও সংখ্যা: PO (Personal officer)-03
শিক্ষাগত যোগ্যতা ও বেতন: যে কোন বিষয়ে ৪/৫ বছরের Bachelor Degree অথবা ২/৩ বছরের Postgraduate degree থাকতে হবে। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। বেতন-16000-38640/-

পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার (Cashier)-01
শিক্ষাগত যোগ্যতা ও বেতন: ব্যবসায় প্রশাসন/বানিজ্য/বিবিএ স্নাতক (সন্মান) ডিগ্রি। শিক্ষা জীবনের সকল পর্যায়ে ২য় বিভাগ/শ্রেণী থাকতে হবে। বেতন-12500-30230/-

পদের নাম ও সংখ্যা: ডাটা এন্ট্রি অপারেটর (Data entry operator)-01
শিক্ষাগত যোগ্যতা ও বেতন: স্নাতক ডিগ্রি। Computer Experience বাংলায়-30 ইংরেজীতে-40 টাইপিং স্পিড থাকতে হবে। বেতন-11000-26590/-

আরো পড়ুন << নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

পদের নাম ও সংখ্যা: স্টোর কিপার (Store Keeper)-01
শিক্ষাগত যোগ্যতা ও বেতন: স্নাতক ডিগ্রি স্টোর কিপারের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন-11000-26590/-

পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী টাইপিস্ট (Office Assistant Cam Computer Typist)-01
শিক্ষাগত যোগ্যতা ও বেতন: স্নাতক ডিগ্রি Computer Experience বাংলায়-30 ইংরেজীতে-40 টাইপিং স্পিড থাকতে হবে। বেতন-9300-22490/-

অন্যান্য পদ: গাড়ী চালক 01 জন, অফিস সহায়ক 04 জন, কুক 01 জন, ক্লিনার 03 জন। বিজ্ঞপ্তি অনুসারে সকল পদের যোগ্যতা ও বেতন প্রদেয়।

রাজশাহী মেডিকেল এ আবেদনের নিয়ম: দরখাস্ত – লিয়াজে অফিস (বাসা:৯, রোড: ৩, ব্লক: এ, নবোদয় হাউজিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এ ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ: ৩১-০৩-২০১৯ ইং। আবেদনের সাথে ১০ টাকার ডাকটিকেট সহ ফেরত খাম পাঠাতে হবে। আবেদন ফি: ১নং ক্রমিকে ৫০০ টাকা, ২ থেকে ৪ নং ক্রমিকে ৪০০ টাকা ৫ থেকে ৬ নং ক্রমিকে ৩০০ টাকা ৭ থেকে ৯ ক্রমিক পদের জন্য ২০০ টাকার পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য)।

আরো বিনোদন ও চাকুরীর খবর পেতে ভিজিট করুন

আরও পড়ুন>>রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

 

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসা

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় কিভাবে যাবেন? সুবিধা কি?

Google Pixel 10Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

More : Samsung Galaxy A17 5G স্যামসাং মোবাইল Specification ও দাম

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *