রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রাজস্ব খাতের নিম্নলিখিত পদসমূহ পূরণের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত এবং স্থায়ী নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমেটে এর মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
১। অধ্যাপক ইটিই বিভাগ- ০১টি
বেতন স্কেল: টাঃ ৫৬ ৫০০ – ৭৪৪০০/
২। সহযােগী অধ্যাপক
(ক) ত ও ই কৌশল বিভাগ-১টি
(খ) যন্ত্রকৌশল বিভাগ – ১টি
(গ) ইটিই বিভাগ – ১টি
বেতন স্কেল: টাঃ ৫০০০০ – ৭১২০০/৪।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি
৩। কর্মকর্তা
(ক) সহকারী প্রােগ্রামার (ইটিই বিভাগ) – ১টি
বেতন স্কেল: ২২০০০-৫৩০৬০/
(খ) টেকনিক্যাল অফিসার-৬টি
বেতন স্কেল: ২২০০০ -৫৩০৬০/
(গ) সহকারী টেকনিক্যাল অফিসার -৭টি
বেতন স্কেল: ১৬০০০-৩৮৬৪০/
(ঘ) উপ-সহকারী প্রকৌশলী (ড্রাক্টটিং)- ৩টি
বেতন স্কেল: ১৬০০০ -৩৮৬৪০/
(ঙ) জুনিয়র ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ৪টি
বেতন স্কেল: ১৬০০০ -৩৮৬৪০/
৪। কর্মচারী
(ক) ল্যাব টেকনিশিয়ান -৯টি
বেতন স্কেল: টাঃ ১১০০০-২৬৫৯০/
(খ) হার্ডওয়ার/নেটওয়ার্ক টেকনিশিয়ান -১টি
বেতন স্কেল: টাঃ ১১০০০-২৬৫৯০/
(গ) ল্যাব এ্যাসিসটেন্ট -৩টি
বেতন স্কেল- ৯৭০০-২৩৪৯০/
(ঘ) ল্যাব এ্যাটেনডেন্ট -৮টি
বেতন স্কেল- ৮৫০০-২০৫৭০/
(ঙ) এটেনডেন্ট (ঢাকাস্থ রুয়েট গেষ্ট হাউজ) -০১টি
বেতন স্কেল- ৮৫০০-২০৫৭০/
(চ) কুক -০১টি
বেতন স্কেল- ৮৫০০-২০৫৭০/
(ছ) গার্ড -০৮টি
বেতন স্কেল- ৮২৫০-২০০১০/
(জ) সহকারী কুক – ২টি
বেতন স্কেল- ৮২৫০-২০০১০/
যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলী:
আবেদনপত্রের নির্ধারিত ফরমেট রুয়েট ওয়েবসাইট (www.ruet.ac.bd)
তারিখঃ ১৯/০১/২০২২ খ্রি: এর বিজ্ঞপ্তি থেকে জানা যাবে ।
অন লাইনে আবেদনপত্র পূরণপূর্বক হার্ড কপি সংস্থাপন শাখায় ২৩/০১/২০২২ খ্রি: হইতে ০৮/০২/২০২২ খ্রি: তারিখ বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে জমা দিতে হইবে ।