যুব উন্নয়ন অধিদপ্তরে ১৮০ জন নিয়োগ । চাকরি-বাকরি

Spread the love

যুব উন্নয়ন অধিদপ্তরে ১৮০ জন নিয়োগ সম্প্রতি শূন্যপদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। মোট সাতটি পদে ১৮০ জনকে নিয়োগ দেবে সরকার।

১। ক্রেডিট সুপারভাইজার, পদ-১৫০টি,
বেতন : ১২,৫০০-৩০,২৩০/-, গ্রেড-১১

২। সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদ-১টি
বেতন : ১১,০০০-২৬,৫৯০/-, গ্রেড-১৩

৩। জুনিয়র প্রশিক্ষক (পোশাক), পদ-৫টি
বেতন : ১০,২০০-২৪,৬৮০/-, গ্রেড-১৪

৪। গাড়িচালক, পদ-৭টি
বেতন : ৯,৭০০-২৩,৪৯০/-, গ্রেড-১৫

৫। প্রদর্শক, পদ-১৪টি
বেতন : ৯,৩০০-২২,৪৯০/-, গ্রেড-১৬

৬। মেকানিক হেলপার -পদ-২টি
বেতন : ৯,০০০-২১,৮০০/-, গ্রেড-১৭

৭। মৎস্য সহকারী, পদসংখ্যা-১টি,
বেতন : ৮,৮০০-২১,৩১০/-, গ্রেড-১৮

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা, http://dyd.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।

অনলাইনে আবেদনের শেষ তারিখ ও সময় ২১ নভেম্বর ২০১৯ বিকেল ৫টা পর্যন্ত

Check Also

হিসাব সহকারী

হিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি

Spread the loveহিসাব সহকারী ১১৯টি পদে গণপূর্ত অধিদপ্তরে চাকরি প্রতিষ্ঠানঃ গণপূর্ত অধিদপ্তর (Public Works Department …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *