মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

খ্যাতনামা পেট্রোলিয়াম পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড-এ নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য প্রত্যেক পদের পার্শ্বে বর্ণিত শিক্ষাগত/পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে :

০১। পদের নাম: সিনিয়র সেলস অফিসার ০২জন।
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা : সম্মানসহ এমকম/এমএসএস/এমএসসি/এমবিএ/এমবিএম/এমএ অথবা বিএসসি বাণিজ্যিক অথবা শিল্প প্রতিষ্ঠানে (দুই) ইঞ্জিনিয়ারিং ডিগ্রী।
অভিজ্ঞতা: ০৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২৯০০০-৩০৪৫০, ।(তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৩৬ বছর।

০২। পদের নাম: জুনিয়র অপারেশন্স অফিসার/ জুনিয়র অপারেশন্স ইঞ্জিনিয়ার ৪জন
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর (পদার্থ/রসায়ন)/এমবিএ অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং
অভিজ্ঞতা: ০৩বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২২০০০-২৩১০০ (তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

আরও পড়ুন >> Q-cash ATM Services – কিউ ক্যাশ এটিএম সার্ভিসেস

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে 

৩। পদের নাম: জুনিয়র অফিসার (আইটি)০১জন
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর (কম্পিউটার সায়েন্স) অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারীদের ক্ষেত্রে শিল্প ও বাণিজ্যিক থাকতে হবে।
অভিজ্ঞতা: ০৩বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২২০০০-২৩১০০ (তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৩২ বছর।

৪। পদের নাম: জুনিয়র অফিসার (সিকিউরিটি)০১জন
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: ০২বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২২০০০-২৩১০০ (তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

৫। পদের নাম: জুনিয়র অফিসার (ফায়ার এন্ড সেফটি) ১জন
শিক্ষাগত/পেশাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক ডিগ্রী।
অভিজ্ঞতা: ০২বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
স্কেল: ২২০০০-২৩১০০ (তৎসহ আকর্ষণীয় ভাতা/সুবিধাদি)
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি

শর্তাবলী:
Online-এ আবেদনপত্র পূরণ পদ্ধতি :
ক) ইচ্ছুক প্রার্থীগণকে http://mpl.teletalk.com.bd ওয়েব সাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনের সময়সীমা নিম্নরূপ : i) Online – আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ২৪-০২-২০২০, সকাল ১০:০০ ঘটিকা। ii) Online-আবেদনপত্র পূরণ ও জমাদানের শেষ তারিখ ৩১-০৩-২০২০, বিকাল ৫:০০ ঘটিকা। উক্ত সময়ের মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র জমাদানের সময় থেকে পরবর্তী ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।
খ) Online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০xপ্রস্থ ৮০) pixel ও সদ্য তোলা রঙিন ছবি (দৈর্ঘ্য৩০০xপ্রস্থ ৩০০) pixel স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

প্রয়োজনে:
মো: আকতার হোসেন জেনারেল ম্যানেজার (এইচ আর)
ফোন : ০৩১-৭১১৪৮৫
পিএফ-১১২৯-৭৮/২০২০ (১৫x৫)।
 

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *