মির্জাপুর পৌরসভা কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

মির্জাপুর পৌরসভা কার্যালয় এ সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করেছে। উক্ত প্রতিষ্ঠানে একাধিক ক্যাটাগরিতে মোট ৬টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থী স্বহস্তে লিখিত আবেদন করতে পারবে।

প্রতিষ্ঠানের নামঃ মির্জাপুর পৌরসভা কার্যালয়, মির্জাপুর, টাঙ্গাইল।

পদের নামঃ
১। সহকারী কর আদায়কারী -০১টি
২। কোষাধ্যক্ষ -০১টি
৩। নিম্নমান সহকারী কাম- মুদ্রাক্ষরিক -০২টি
৪। সহকারী লাইনেন্স পরিদর্শক -০১টি
৫। কঞ্জারভেন্সী ইন্সপেক্টর -০১টি

মির্জাপুর পৌরসভা কার্যালয়
মির্জাপুর পৌরসভা কার্যালয়

আরও পড়ুন >> লঞ্চ ভ্রমণের অভিজ্ঞতা বাংলা রচনা – প্রবন্ধ

পদের সংখ্যাঃ মোট ৬ টি
বেতনঃ বিজ্ঞপ্তির পদ অনুযায়ী
শিক্ষাগত যোগ্যতাঃ সংশ্লিষ্ট বিষয়ে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক হতে হবে
অন্যান্য অভিজ্ঞতাঃ সংশিষ্ট পদে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রার্থীর বয়সঃ ১৮ হতে ৩২ বছর পর্যন্ত

আবেদন শুরুর সময়ঃ ১৪ জুন ২০২২ ইং
আবেদন শেষের সময়ঃ ৩০ জুন ২০২২ ইং

আবেদন ফিঃ আবেদন ফি 500/- টাকা (ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে)

নিয়োগ বিজ্ঞপ্তির সূত্রঃ দৈনিক ইত্তেফাক ১৪ জুন ২০২২ ইং তারিখে
টিকাঃ মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতা, পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত, ছবি সহ উপস্থিত হবে হবে।

সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইল করে আবেদন পাঠাতে হবে। আবেদনের ঠিকানাঃ সালমা আক্তার, মেয়র, মির্জাপুর পৌরসভা, টাঙ্গাইল।

আরও পড়ুন >> Cash App ক্যাশ অ্যাপস Scam নাকি সত্যিই কাজের

Loading spinner

Check Also

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

Spread the loveউপসহকারী পরিচালক ৫০টি দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিচালক ৫০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *