মা আমার মাগো
তোমার জন্য এই বুকেতে
অশেষ যন্ত্রণা
থাকলে কাছে তোমার ছোঁয়ায়
পেতাম শান্তনা।
মাগো তুমি একটু কষ্ট পেলে
কত আমি ভাবি
সুখী তোমায় না দেখিলে
চোখের জলে ভাসি।
ছোট্ট বেলায় মাগো তুমি
কত যত্ন করে
আগলে মাগো রাখতে আমায়
করে সযতনে।
মাগো আমার অনেক সুখের পুর্নতাকে
ভরিয়ে দেবে তুমি
মাগো তোমার স্নেহের পরশে
থাকব সুখে আমি।
মা আমার মাগো
দেরাজ খুলে আমি
অশ্রু চোখে পথের পানে
চেয়ে আছি আমি।
কখন এসে দুহাত দিয়ে
ধরে আমার বদনটাতে
করবে আদর
তুমি।
মা আমার মাগো রচনাকাল: ২০ নভেম্বর ২০১৪ইং (মা আমার মাগো । আশিকুজ্জামান জুয়েল)
বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন
অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ
শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম