মাস্টার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের (Release Slip) আবেদন শুরু। জাতীয় বিশ্ববিদ্যালয় এর (National university) নিয়মিত মাস্টার্স (Masters) ভর্তির ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৫ মার্চ ২০১৯ শুরু।
মাস্টার্স ভর্তির ২য় রিলিজ স্লিপের (Release Slip) আবেদন শুরু
জাতীয় বিশ্ববিদ্যালয় (National university) নিয়মিত মাস্টার্স (Masters) ভর্তির ২য় রিলিজ স্লিপের অনলাইন আবেদন ২৫ মার্চ ২০১৯ শুরু ।
Online কার্যক্রম চলবে ১লা এপ্রিল রাত ১২ টা পর্যন্ত।
যে সকল ছাত্র-ছাত্রী এখনও Release Slip কাজ শেষ করতে পারেন নাই তারা খুব তাড়াতাড়ি Online করে ফেলুন।
অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ
শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম
ভর্তির যোগ্যতা: যে সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে-
ক। মেধা তালিকায় স্থান পায়নি অথবা স্থান পেয়েও ভর্তি হয়নি।
খ। ভর্তি বাতিল করেছে।
গ। যে সকল প্রার্থী ২য় পর্যায়ে প্রাথমিক আবেদন করেছে এবং সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নিশ্চয়ন করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের (National university) ওয়েবসাইটে Release Slip সম্পর্কে বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে।
বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন