মালিকের উপর ভরসার ফল। আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও ভরসা রাখাই মানবজীবনের সঠিক দিক নির্দেশনা। যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভরশীল, তিনি দুশ্চিন্তা, ভয় ও অস্থিরতা থেকে মুক্ত থাকে। আল্লাহ তাঁর বান্দাদের সমস্যা সমাধান, রিযিকের বরকত ও আত্মিক শান্তি প্রদান করেন, যা সৎ জীবন ও সফলতার মূল চাবিকাঠি।
মালিকের উপর ভরসার ফল
একটি গরু জঙ্গলে ঘাস খাচ্ছিল।
হঠাৎ তাকে একটি বাঘ আক্রমণ করল।
গরুটি অনেক্ষন দৌড়ানোর পর
উপায় না পেয়ে পুকুরে ঝাপ দিলো।
মাত্র শুঁকিয়ে যাওয়া
পুকুরটিতে কাঁদা ছাড়া কোন
পানি ছিল না।
গরুর পেছন পেছন
বাঘটিও ঝাপ দিল।
বাঘ ও গরু
কাঁদায় গলা পর্যন্ত আটকে গেল।
বাঘ রেগে মেগে বলে, “কিরে
হারামী তুই আর লাফ দেয়ার
জায়গা পেলি না? ডাঙায়
থাকলে তোকে না হয় একটু কুড়মুড়
করে খেতাম।
এখনতো দুজনেই
মরব রে।”
বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন
গরু হেসে বলে, “তোমার কি
মালিক আছে? বাঘ রেগে বলে,
বেটা আমি হলাম বনের রাজা।
আমার আবার মালিক কে। আমি
নিজেইতো বনের মালিক।
গরু বলে তুমি এখানেই দুর্বল।
একটু পর আমার মালিক আসবে।
এসে আমাকে এখান থেকে তুলে
নিয়ে যাবে। আর তোমাকে
পিটিয়ে মারবে।
মালিকের উপর ভরসা
বাঘ বড় বড় চোখ করে তাকিয়ে রইল।
ঠিকই সন্ধ্যা বেলায় গরুটির মালিক
এসে বাঘটার মাথায় বাঁশ দিয়ে
কয়েকটা বাড়ি দিয়ে মেরে
গরুটিকে টেনে তুলল। গরু হাসতে
হাসতে বাড়ি চলে গেল আর
বাঘটি মরে একা একা পড়ে রইল।
মূলকথাঃ আমরা যারা মালিকের
উপর ভরসা করি আমাদের উপর যত
বড় বিপদই আসুক না কেনো,
আমাদের মালিক ঠিকই
আমাদেরকে রক্ষা করবে। হয়তো
সন্ধ্যা পর্যন্ত একটু অপেক্ষা করতে
হবে।
আরও পড়ুন >> সূরা ইখলাস ও সূরা কাহাফ পাঠের ফজিলতসমুহ