মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করা সহজ ও সাশ্রয়ী একটি সুযোগ। বিশ্বমানের শিক্ষা, আধুনিক প্রযুক্তি ও বহুসাংস্কৃতিক পরিবেশের কারণে এটি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। স্টুডেন্ট ভিসায় পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট সময় পার্ট-টাইম কাজের সুযোগও রয়েছে। সঠিক প্রক্রিয়ায় আবেদন করলে সহজেই মালয়েশিয়ায় উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হয়।
কেন মালয়েশিয়ায় ? (সুবিধা)
• বিশ্বমানের পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তুলনামূলক টিউশন সাশ্রয়ী। সরকারি EMGS পোর্টালের মাধ্যমে একক জানালা (one-stop) ভিসা প্রক্রিয়া।
• পড়াশোনার সময় বৈধ পার্ট-টাইম কাজ (সেমেস্টার বিরতি/নির্দিষ্ট সময়ে ২০ ঘণ্টা/সপ্তাহ পর্যন্ত, ইমিগ্রেশন অনুমোদনসাপেক্ষ)।
• স্নাতকের পর ১২-মাসের “Graduate Pass” (স্পনসর ছাড়াই চাকরি/ইন্টার্নশিপ খোঁজার সুযোগ) চালু।
• মেডিক্যাল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক ও মানসম্মত প্যাকেজ আছে—প্রিমিয়ামও তুলনামূলক কম।
মালয়েশিয়ায় ধাপে-ধাপে আবেদন প্রক্রিয়া (বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য)
1. অফার লেটার সংগ্রহ
পছন্দের প্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয়/কলেজ) ভর্তি নিশ্চিত করে অফার/অ্যাডমিশন লেটার নিন।
2. EMGS–এ Student Pass আবেদন (eVAL/VAL)
আপনার প্রতিষ্ঠান বা আপনি EMGS পোর্টালের মাধ্যমে স্টুডেন্ট পাস (Visa Approval Letter/eVAL) আবেদন করবেন। EMGS নিরাপত্তা যাচাই, প্রি-অ্যারাইভাল হেলথ ডিক্লারেশন ইত্যাদি সমন্বয় করে। অনুমোদন হলে ইলেকট্রনিক eVAL ইস্যু হয়।
3. Single-Entry Visa (SEV) নেওয়া
বাংলাদেশ SEV-র প্রয়োজনীয় দেশের তালিকায়—eVAL পেয়ে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনে পাসপোর্টে SEV নিন (অথবা eVISA প্ল্যাটফর্মে নির্দেশিত হলে অনলাইনে)।
বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন
4. মালয়েশিয়ায় ভ্রমণের আগে করণীয়
- EMGS-অনুমোদিত মেডিক্যাল ইন্স্যুরেন্স সক্রিয় করুন (ইনস্টিটিউশনের মাধ্যমে বা EMGS পোর্টালে)।
- MDAC (Malaysia Digital Arrival Card) অনলাইনে ৩ দিনের ভিতরে জমা দিন—এটা ফ্রি, ভিসার বিকল্প নয়।
5. মালয়েশিয়ায় আগমন (KLIA-1/2)
ISAC (International Student Arrival Centre) কাউন্টারে সহায়তা নিন, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন করুন।
6. পোস্ট-অ্যারাইভাল মেডিক্যাল স্ক্রিনিং
আগমনের পর EMGS/ইউনিভার্সিটির প্যানেল ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা দিন—এটা স্টুডেন্ট পাস অনুমোদনের অংশ।
7. পাসপোর্ট জমা ও Student Pass স্টিকার/কার্ড
ইনস্টিটিউশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দিয়ে স্টুডেন্ট পাস স্টিকার এন্ডোর্স করাবে; প্রক্রিয়া সাধারণত ~২ সপ্তাহের মত লাগে (ইমিগ্রেশনের বিবেচনায় পরিবর্তনশীল)। অনেক প্রতিষ্ঠানে i-Kad (ID কার্ড) ইস্যু হয়—এটা ট্রাভেল ডকুমেন্ট নয়, দেশে ভিতরে আইডি হিসেবে বহনযোগ্য।
প্রয়োজনীয় কাগজপত্র (নতুন আবেদন)
- • পাসপোর্ট: ডাটা পেজ + ভিসা সংবলিত পেজসমূহ; মেয়াদ অন্তত ১৮ মাস।
• অফার লেটার (ইনস্টিটিউশন থেকে)।
• হেলথ ডিক্লারেশন ফর্ম (EMGS ফরম্যাট)।
• একাডেমিক সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট (প্রয়োজনে ভেরিফায়েড কপি)।
• ইংরেজি দক্ষতা প্রমাণপত্র: IELTS/TOEFL iBT/PTE/MUET/অন্যান্য স্বীকৃত পরীক্ষার স্কোর (কোর্সভেদে প্রয়োজন)।
• পার্সোনাল বন্ড: প্রতিষ্ঠানের মাধ্যমে ইমিগ্রেশনে জমা (দেশভেদে নির্ধারিত টাকার জামানত; কোর্স শেষে ফেরতযোগ্য, নিয়ম না ভাঙলে)।
• হলুদ জ্বর টিকা কার্ড: ঝুঁকিপূর্ণ দেশের ক্ষেত্রে।
• SEV আবেদন ডকুমেন্ট: eVAL/অ্যাপ্রুভাল লেটার, ছবি, ফর্ম ইত্যাদি (হাই কমিশনের নির্দেশনা অনুযায়ী)।
• MDAC সাবমিশন প্রিন্ট/ইমেল কপি (অবতরণের জন্য সুবিধাজনক)।
More :: OnePlus 13R 5G – দারুণ স্পিড, বিশাল ব্যাটারি, স্মার্ট চয়েস
ফি – কোন কোন খাতে লাগে (রেঞ্জ/ধরন)
- টিউশন ফি বাদে নিচের ফি-গুলো থাকে; প্রতিষ্ঠান, রাজ্য, কোর্স ও নাগরিকত্বভেদে পরিমাণ পরিবর্তিত হয়। সর্বশেষ হিসাবের জন্য EMGS-এর Fee Calculator ব্যবহার করুন।
• EMGS প্রসেসিং + eVAL ফি (পোর্টালে নির্ধারিত)।
• স্টুডেন্ট পাস/ভিসা স্টিকার ফি (ইমিগ্রেশন নির্ধারিত; “Schedule of Fees” টেবিল আছে)।
• মাল্টিপল-এন্ট্রি ভিসা/SEV ফি (দেশভেদে ভিন্ন; ফি টেবিল/মিশন লিস্ট দেখুন)।
• মেডিক্যাল স্ক্রিনিং ফি (প্যানেল ক্লিনিক/ইউনিভার্সিটিতে)।
• মেডিক্যাল ইন্স্যুরেন্স (বাধ্যতামূলক): বছরে প্রায় RM 456–958 (প্যাকেজ ও প্রদানকারী ভেদে; EMGS তালিকাভুক্ত)।
• পার্সোনাল বন্ড জামানত (দেশভিত্তিক নির্ধারিত, কোর্স শেষে ফেরতযোগ্য)।
শর্তাবলী (স্টাডি চলাকালীন ও রিনিউয়াল)
• কোর্সটি ফুল-টাইম হতে হবে; সাধারণত স্টুডেন্ট পাস এক বছর মেয়াদি করে নবায়ন হয়।
• উপস্থিতি ন্যূনতম ৮০% ও CGPA ≥ 2.0 না হলে নবায়নে সমস্যা হতে পারে (প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দিতে হয়)।
• পার্ট-টাইম কাজ করতে চাইলে ইমিগ্রেশন পারমিশন ও প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলতে হবে।
• পাসপোর্টের মেয়াদ যথেষ্ট রাখুন (আদর্শভাবে কোর্স সময়ের থেকেও বেশি) — না হলে পাস এন্ডোর্সমেন্টে দেরি হয়।
দ্রুত চেকলিস্ট (টার্গেট-অ্যাকশন)
• ✅ অফার লেটার
• ✅ EMGS পোর্টালে eVAL আবেদন/ট্র্যাকিং
• ✅ SEV/eVISA (বাংলাদেশি পাসপোর্ট: SEV লাগবে)
• ✅ ইন্স্যুরেন্স কভারেজ সক্রিয়
• ✅ ফ্লাইটের আগে MDAC সাবমিট (ফ্রি)
• ✅ KLIA-তে ISAC ডেস্কে রিপোর্ট
• ✅ পোস্ট-অ্যারাইভাল মেডিক্যাল
• ✅ পাসপোর্ট জমা দিয়ে Student Pass স্টিকার/ i-Kad সংগ্রহ
গুরুত্বপূর্ণ লিঙ্ক (রেফারেন্স)
• EMGS মূল পোর্টাল (আবেদন/ট্র্যাকিং/ক্যালকুলেটর/গাইডলাইন)।
• মালয়েশিয়ায় ইমিগ্রেশন: Student Pass পেইজ।
• সরকারি “Study in Malaysia” (RAI) নির্দেশিকা (লাস্ট আপডেট: ১৬ জুন ২০২৫)।
• MDAC (ডিজিটাল অ্যারাইভাল কার্ড)—অফিসিয়াল নোটিশ।
আরো পড়ুন >> ফ্ল্যাট কিনে প্রতারিত হতে না চাইলে মেনে চলুন ১০টি কৌশল