মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় কিভাবে যাবেন? সুবিধা কি?

Spread the love

মালয়েশিয়ায় স্টুডেন্ট ভিসায় পড়াশোনা করা সহজ ও সাশ্রয়ী একটি সুযোগ। বিশ্বমানের শিক্ষা, আধুনিক প্রযুক্তি ও বহুসাংস্কৃতিক পরিবেশের কারণে এটি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়। স্টুডেন্ট ভিসায় পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট সময় পার্ট-টাইম কাজের সুযোগও রয়েছে। সঠিক প্রক্রিয়ায় আবেদন করলে সহজেই মালয়েশিয়ায় উচ্চশিক্ষার দ্বার উন্মুক্ত হয়।

কেন মালয়েশিয়ায় ? (সুবিধা)

• বিশ্বমানের পাবলিক/প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তুলনামূলক টিউশন সাশ্রয়ী। সরকারি EMGS পোর্টালের মাধ্যমে একক জানালা (one-stop) ভিসা প্রক্রিয়া।
• পড়াশোনার সময় বৈধ পার্ট-টাইম কাজ (সেমেস্টার বিরতি/নির্দিষ্ট সময়ে ২০ ঘণ্টা/সপ্তাহ পর্যন্ত, ইমিগ্রেশন অনুমোদনসাপেক্ষ)।
• স্নাতকের পর ১২-মাসের “Graduate Pass” (স্পনসর ছাড়াই চাকরি/ইন্টার্নশিপ খোঁজার সুযোগ) চালু।
• মেডিক্যাল ইন্স্যুরেন্স বাধ্যতামূলক ও মানসম্মত প্যাকেজ আছে—প্রিমিয়ামও তুলনামূলক কম।

মালয়েশিয়ায় ধাপে-ধাপে আবেদন প্রক্রিয়া (বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য)

1. অফার লেটার সংগ্রহ
পছন্দের প্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয়/কলেজ) ভর্তি নিশ্চিত করে অফার/অ্যাডমিশন লেটার নিন।
2. EMGS–এ Student Pass আবেদন (eVAL/VAL)
আপনার প্রতিষ্ঠান বা আপনি EMGS পোর্টালের মাধ্যমে স্টুডেন্ট পাস (Visa Approval Letter/eVAL) আবেদন করবেন। EMGS নিরাপত্তা যাচাই, প্রি-অ্যারাইভাল হেলথ ডিক্লারেশন ইত্যাদি সমন্বয় করে। অনুমোদন হলে ইলেকট্রনিক eVAL ইস্যু হয়।
3. Single-Entry Visa (SEV) নেওয়া
বাংলাদেশ SEV-র প্রয়োজনীয় দেশের তালিকায়—eVAL পেয়ে ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনে পাসপোর্টে SEV নিন (অথবা eVISA প্ল্যাটফর্মে নির্দেশিত হলে অনলাইনে)।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

4. মালয়েশিয়ায় ভ্রমণের আগে করণীয়

  • EMGS-অনুমোদিত মেডিক্যাল ইন্স্যুরেন্স সক্রিয় করুন (ইনস্টিটিউশনের মাধ্যমে বা EMGS পোর্টালে)।
  •  MDAC (Malaysia Digital Arrival Card) অনলাইনে ৩ দিনের ভিতরে জমা দিন—এটা ফ্রি, ভিসার বিকল্প নয়।

5. মালয়েশিয়ায় আগমন (KLIA-1/2)
ISAC (International Student Arrival Centre) কাউন্টারে সহায়তা নিন, ইমিগ্রেশন ক্লিয়ারেন্স সম্পন্ন করুন।
6. পোস্ট-অ্যারাইভাল মেডিক্যাল স্ক্রিনিং
আগমনের পর EMGS/ইউনিভার্সিটির প্যানেল ক্লিনিকে স্বাস্থ্য পরীক্ষা দিন—এটা স্টুডেন্ট পাস অনুমোদনের অংশ।
7. পাসপোর্ট জমা ও Student Pass স্টিকার/কার্ড
ইনস্টিটিউশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশনে জমা দিয়ে স্টুডেন্ট পাস স্টিকার এন্ডোর্স করাবে; প্রক্রিয়া সাধারণত ~২ সপ্তাহের মত লাগে (ইমিগ্রেশনের বিবেচনায় পরিবর্তনশীল)। অনেক প্রতিষ্ঠানে i-Kad (ID কার্ড) ইস্যু হয়—এটা ট্রাভেল ডকুমেন্ট নয়, দেশে ভিতরে আইডি হিসেবে বহনযোগ্য।

প্রয়োজনীয় কাগজপত্র (নতুন আবেদন)

  • • পাসপোর্ট: ডাটা পেজ + ভিসা সংবলিত পেজসমূহ; মেয়াদ অন্তত ১৮ মাস।
    • অফার লেটার (ইনস্টিটিউশন থেকে)।
    • হেলথ ডিক্লারেশন ফর্ম (EMGS ফরম্যাট)।
    • একাডেমিক সার্টিফিকেট/ট্রান্সক্রিপ্ট (প্রয়োজনে ভেরিফায়েড কপি)।
    • ইংরেজি দক্ষতা প্রমাণপত্র: IELTS/TOEFL iBT/PTE/MUET/অন্যান্য স্বীকৃত পরীক্ষার স্কোর (কোর্সভেদে প্রয়োজন)।
    • পার্সোনাল বন্ড: প্রতিষ্ঠানের মাধ্যমে ইমিগ্রেশনে জমা (দেশভেদে নির্ধারিত টাকার জামানত; কোর্স শেষে ফেরতযোগ্য, নিয়ম না ভাঙলে)।
    • হলুদ জ্বর টিকা কার্ড: ঝুঁকিপূর্ণ দেশের ক্ষেত্রে।
    • SEV আবেদন ডকুমেন্ট: eVAL/অ্যাপ্রুভাল লেটার, ছবি, ফর্ম ইত্যাদি (হাই কমিশনের নির্দেশনা অনুযায়ী)।
    • MDAC সাবমিশন প্রিন্ট/ইমেল কপি (অবতরণের জন্য সুবিধাজনক)।

More :: OnePlus 13R 5G – দারুণ স্পিড, বিশাল ব্যাটারি, স্মার্ট চয়েস

ফি – কোন কোন খাতে লাগে (রেঞ্জ/ধরন)

  • টিউশন ফি বাদে নিচের ফি-গুলো থাকে; প্রতিষ্ঠান, রাজ্য, কোর্স ও নাগরিকত্বভেদে পরিমাণ পরিবর্তিত হয়। সর্বশেষ হিসাবের জন্য EMGS-এর Fee Calculator ব্যবহার করুন।
    • EMGS প্রসেসিং + eVAL ফি (পোর্টালে নির্ধারিত)।
    • স্টুডেন্ট পাস/ভিসা স্টিকার ফি (ইমিগ্রেশন নির্ধারিত; “Schedule of Fees” টেবিল আছে)।
    • মাল্টিপল-এন্ট্রি ভিসা/SEV ফি (দেশভেদে ভিন্ন; ফি টেবিল/মিশন লিস্ট দেখুন)।
    • মেডিক্যাল স্ক্রিনিং ফি (প্যানেল ক্লিনিক/ইউনিভার্সিটিতে)।
    • মেডিক্যাল ইন্স্যুরেন্স (বাধ্যতামূলক): বছরে প্রায় RM 456–958 (প্যাকেজ ও প্রদানকারী ভেদে; EMGS তালিকাভুক্ত)।
    • পার্সোনাল বন্ড জামানত (দেশভিত্তিক নির্ধারিত, কোর্স শেষে ফেরতযোগ্য)।

শর্তাবলী (স্টাডি চলাকালীন ও রিনিউয়াল)

• কোর্সটি ফুল-টাইম হতে হবে; সাধারণত স্টুডেন্ট পাস এক বছর মেয়াদি করে নবায়ন হয়।
• উপস্থিতি ন্যূনতম ৮০% ও CGPA ≥ 2.0 না হলে নবায়নে সমস্যা হতে পারে (প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দিতে হয়)।
• পার্ট-টাইম কাজ করতে চাইলে ইমিগ্রেশন পারমিশন ও প্রতিষ্ঠানের নীতিমালা মেনে চলতে হবে।
• পাসপোর্টের মেয়াদ যথেষ্ট রাখুন (আদর্শভাবে কোর্স সময়ের থেকেও বেশি) — না হলে পাস এন্ডোর্সমেন্টে দেরি হয়।

Google Pixel 10
Google Pixel 10

দ্রুত চেকলিস্ট (টার্গেট-অ্যাকশন)

• ✅ অফার লেটার
• ✅ EMGS পোর্টালে eVAL আবেদন/ট্র্যাকিং
• ✅ SEV/eVISA (বাংলাদেশি পাসপোর্ট: SEV লাগবে)
• ✅ ইন্স্যুরেন্স কভারেজ সক্রিয়
• ✅ ফ্লাইটের আগে MDAC সাবমিট (ফ্রি)
• ✅ KLIA-তে ISAC ডেস্কে রিপোর্ট
• ✅ পোস্ট-অ্যারাইভাল মেডিক্যাল
• ✅ পাসপোর্ট জমা দিয়ে Student Pass স্টিকার/ i-Kad সংগ্রহ

গুরুত্বপূর্ণ লিঙ্ক (রেফারেন্স)

• EMGS মূল পোর্টাল (আবেদন/ট্র্যাকিং/ক্যালকুলেটর/গাইডলাইন)।
• মালয়েশিয়ায় ইমিগ্রেশন: Student Pass পেইজ।
• সরকারি “Study in Malaysia” (RAI) নির্দেশিকা (লাস্ট আপডেট: ১৬ জুন ২০২৫)।
• MDAC (ডিজিটাল অ্যারাইভাল কার্ড)—অফিসিয়াল নোটিশ।

আরো পড়ুন >> ফ্ল্যাট কিনে প্রতারিত হতে না চাইলে মেনে চলুন ১০টি কৌশল

Check Also

Google Pixel 10

Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই WhatsApp কলের বিপ্লব

Spread the loveGoogle Pixel 10–এ ইন্টারনেট ছাড়াই (অনলাইন না থাকলেও) WhatsApp চালানোর বা কল করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *