মনের ভিতর বাস করিস
তুই যে ছোট পাখি
ধরতে গেলে দিস যে উড়াল
কোথায় ধরে রাখি।
পাখি তোরে যতই আমি ডাকি
আমার ডাকে দিসনা সাড়া
উদাস মনে ভাবি
পাখি তোর ছবি আমি আঁকি।
তুলির রংয়ে যত্ন করে
আঁকছি পাখির দেহ
তোরা কেউ সযতনে আবেগ মেখে
বলনা তারে কেহ।
পাখি তোর গোলাপী রং দেহ
ডাগর কালো চোখ
পূর্ন চাঁদের বদন যে তোর
টকটকে লাল ঠোঁট।
মনে বেশ কষ্ট নিয়ে পাখি
লিখছি কবিতা
কষ্ট আমার বুঝবি পাখি
দেখলে ছবিটা।
পাখি তুই দিলে আমায় ধরা
যত্ন কোরে রাখব তোরে
আনন্দে মাতোয়ারা
পাখি তুই রো’স না আমায় ছাড়া ।।
সময়কাল: ১৫ নভেম্বর ২০১৪ইং
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
Offer View >> স্যামসাং হ্যান্ডসেট কিনলেই রবি দিচ্ছে আকর্ষণীয় অফার