নাটোরের বড়াইগ্রামে প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রামণ ঠেকাতে কর্মহীন হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষগুলো। অসহায় মানুষদের সহায়তার জন্য নিজ উদ্যোগে রাতের আধারে উপজেলার অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষদের বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌছে দিচ্ছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস।
সোমবার (০৬ এপ্রিল) রাতে উপজেলার গ্রামে গ্রামে গিয়ে কয়েকটি অসহায় পরিবারের মধ্যে চাল, ডাল, তেল, পেয়াজসহ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। সহায়তা করার ধরণ একেক জনের একেক রকম। কেউ দিচ্ছেন প্রকাশ্যে; আবার কেউ গোপনে। এর আগে রবিবার (০৫ এপ্রিল) রাতে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ছুটে যান উপজেলার মাঁঝগাও ইউনিয়নের ছাতিয়ানগাছা গ্রামে আগুনে পুড়ে গেছে বেশ কয়েটি পরিবারের, তাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস বলেন, ‘করোনাভাইরাসের কারণে কর্মজীবী মানুষ কাজ করতে পারছেন না। মাননীয় প্রধানমন্ত্রী এসব মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। তাই নিজ উদ্যোগে যতটুকু সম্ভব তাদের পাশে দাঁড়িয়েছি।
zohabd.com/বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি