নাটোরের বড়াইগ্রামে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন বড়াইগ্রাম থানার পুলিশ।
আজ সোমবার (০৬ এপ্রিল) সকালে উপজেলার লক্ষীকুল বাজারে, এবং রয়না ভরট, আহমদপুর হাটে অভিযান চালিয়ে জনশূন্য করে দিয়েছে থানা পুলিশ।
বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক শামসুল ইসলাম জানান,‘ আমরা কয়েকটা টিমে ভাগ হয়ে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সবগুলো হাট বন্ধ করে দিয়েছি অতিপ্রয়োজনীয় দোকান ছাড়া সমস্ত দোকান বন্ধ করে দেওয়া হয়েছে, বাজারের দোহাই দিয়ে বড়াইগ্রামে কোথাও আর জনসমাগম হতে দেওয়া হবে না, এ বিষয়ে সার্বক্ষণিক কাজ করছি আমরা।
আরও পড়ুন >> ভয়াবহ ৬০টি কবীরা গুনাহ ।। প্রচলিত কিছু কবীরা গুনাহ
তিনি আরো বলেন, সামাজিক দূরত্ব ও ঘরে থাকার বিষয়ে আহবান জানানো হচ্ছে । সেই সাথে সকল জনসাধারণকে বাড়িতে অবস্থান করতে বলা হচ্ছে, প্রয়োজন ছাড়া অযথা ঘরের বাইরে না হতে এবং কোন ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ প্রদান করা হচ্ছে বলে তিনি জানান।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস জানান, ‘অপ্রয়োজনে যেখানে সেখানে বাজারে জনসমাগম আর বরদাস্ত করা হবেনা, আর রাস্তাঘাটে অপ্রয়োজনে অযথা সাধারণ মানুষ কে চলাফেরা করতে দেওয়া হবে না, যাদের মোটরসাইকেলের লাইসেন্স নেই তারা যেন ঘর থেকে আর না বের হয় বিষয় নির্দেশ প্রদান করা হচ্ছে।’
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই