হযরত বড়পীর গাউসুল আযম সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কতিপয় মূল্যবান বাণী।
১। কোন প্রকার দ্বিধা ও সন্দেহ ব্যতীত ইসলাম ধর্মকে সত্য ও যথার্থ ধর্ম হিসাবে মানুষের সর্বোত্তম জীবন ব্যবস্থা বলিয়া মনে করিবে।
২। বিপদের সময় ধৈর্য্য ধারন করিতে হইবে এবং সকল সময় ও সকল অবস্থায় অটল থাকিবে। কোন বিষয় প্রার্থনা করিলে আল্লাহতায়ালার কাছেই তাহা প্রার্থনা করিবে।
৩। মানুষের সহিত পারস্পরিক ভ্রাতৃত্বের মনােভাব নিয়া বসবাস করিবে।
৪। পাপ কাজ হইতে বাঁচিয়া থাকিবে। কখনও আল্লাহ হইতে বিমূখ হইবে । আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর অবাধ্য হইবে না।
৫। পাপের মার্জনা ভিক্ষা করিয়া তওবা করিতে হইবে। তওবার ব্যাপারে তরান্বিত হইতে হইবে।
আরও পড়ুন >> সূরা ইখলাস ও সূরা কাহাফ পাঠের ফজিলতসমুহ
৬। সর্বদা মনে এই আশা পােষন করিতে হইবে যে আল্লাহ পরম দয়ালু ও করুণাময়। তিনি অবশ্যই দয়া করিবেন এবং সৎ স্বভাব দান করিবেন।
৭। আল্লাহতায়ালার আদেশ মানিয়া উহার প্রতিপালনে সচেষ্ট হইতে হইবে। তাঁহার নিষিদ্ধ বিষয় হইতে দূর থাকিতে হইবে।
৮। আল্লাহতায়ালার নামে কোন শপথ করিবে না।
৯। মিথ্যা বলা পরিহার করিবে।
১০। কাহারও কাছে কোন প্রতিশ্রুতি দিয়া উহার ব্যতিক্রম করিবে না।