ব্র্যাক BRAC হিউম্যান রিসোর্স চাকরির খবর

Spread the love

ব্র্যাক BRAC হিউম্যান রিসোর্স লোক নিয়োগ করা হবে, আগ্রহী প্রার্থীদের কাছ থেকে জরুরী ভিত্তিতে আবেদন আহবান করা হচ্ছে।

ব্র্যাক BRAC হিউম্যান রিসোর্স চাকরির খবর

১। পদের নাম: ব্রাঞ্চ সেলস ম্যানেজার
Education Qualification: স্নাতক, সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/ শ্রেণী অথবা সমমান ফলাফল গ্রহণযোগ্য। ভোগ্যপণ্য বিক্রয়ে ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক। বয়স ৩৫ বছর; কর্মস্থল : বাংলাদেশের যে কোন জেলা।

২। পদের নাম: সেলস সুপারভাইজার
Education Qualification: স্নাতক সকল পরীক্ষায় দ্বিতীয় বিভাগ/ শ্রেণী অথবা সমমান ফলাফল গ্রহণযোগ্য। ভোগ্যপণ্য বিক্রয়ে ৩ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক। বয়স ৩৫ বছর; কর্মস্থল : বাংলাদেশের যে কোন জেলা।

৩। পদের নাম: ডিস্টিবিউশন ইনচার্জ
Education Qualification: স্নাতক । সকল পরীক্ষায় ন্যনতম দ্বিতীয় বিভাগ/ শ্রেণী। অথবা সমমান ফলাফল গ্রহণযোগ্য। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেয়া হবে)। স্টক সাপেক্ষ ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউশনে ২ বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা আবশ্যক। বয়স ৩২ বছর; কর্মস্থল : বাংলাদেশের যে কোন জেলা ।

৪। পদের নাম: সেলস রিপ্রিজেনটেটিভ
Education Qualification: এইচএসসি। ভোগ্যপণ্য বিক্রয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। বয়স ৩২ বছর। কর্মস্থল : বাংলাদেশের যে কোন জেলা।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

৫। পদের নাম: সুপারভাইজার (পেস্ট কন্ট্রোল)
Education Qualification: কৃষি ডিপ্লোমা। সংশ্লিষ্ট পেশায় ননতম ৩ বছরের অভিজ্ঞতা। বয়স ৩২ বছর। কর্মস্থল : ফ্যাক্টরি, গাজীপুর।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

৬। পদের নাম: কর্মসূচি সংগঠক
Education Qualification: স্নাতক পাশ এবং শিক্ষাজীবনের যে কোন একটি পরীক্ষায় ৩য় বিভাগ/ শ্রেণী অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহনযােগ্য তবে অন্যান্য পরীক্ষায় । ২য় বিভাগ/ শ্রেণী অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ 2.00 থাকতে হবে।

ক্রমিক নং ৫-আগ্রহী প্রার্থীদের আগামী 27 April 2019 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
ব্র্যাক মানবসম্পদ বিভাগ, ব্র্যাক সেন্টার (৫ম তলা), ৭৫ মহাখালী, ঢাকা-১২১২ ঠিকানায় আবেদন করতে হবে।

৬নং পদের জন্য বয়স : সর্বোচ্চ ৩৫ বছর। কর্মস্থল ব্র্যাক মাঠ কার্যালয় ।
আগ্রহী প্রার্থীদের আগামী 26 April 2019 তারিখের মধ্যে আবেদন করতে হবে।

আবেদনপত্র ও খামের উপর আবেদনকৃত পদের নাম ও নিজ জেলা, AD#10/19 উল্লেখ করতে হবে। উল্লেখ্য যে, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীকে জামানত হিসেবে 5000/- টাকা জমা দিতে হবে (যোগদানের ৬ মাস পর ফেরতযোগ্য)।

Itel Super 26 Ultra

Itel Super 26 Ultra স্পেসিফিকেশন, ফিচার ও দাম

XANON X1 Ultra সম্পূর্ণ স্পেসিফিকেশন

XANON X1 Ultra সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার ও দাম | Full Specs & Features

 

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *