ব্র্যাক ব্যাংক গৃহঋণ 50 লক্ষ টাকা থেকে শুরু

Spread the love

ব্র্যাক ব্যাংক গৃহঋণ আপনার নির্মীয়মান / অর্ধ-সম্পন্ন / সম্পন্ন / পুরনো বাসাবাড়ির বিপরীতে অর্থায়ন করে থাকে। সকল ধরনের বাড়ী ঘর নির্মানে ব্রাক ব্যাংক সবার উদ্ধে। চলুন দেখে আসা যাক এই ঋণ পেতে কি কি করতে হবে এবং সুবিধা অসুবিধাগুলো কি কি?

গৃহঋণঃ
আপনার নিজের বাড়ির সংস্কার / বর্ধিতকরণ / নির্মাণের বিপরীতে অর্থায়ন

কর্তৃত্ব গ্রহণঃ
আপনার চলমান গৃহঋণের বর্তমান স্থিতি ব্র্যাক ব্যাংককে স্থানান্তরের বিপরীতে অর্থায়ন।

সুদের হার ও প্রক্রিয়া-মূল্যঃ

সুদের হারঃ সময়ের কারণে বিভিন্ন সময় বিভিন্ন সুদের হার হয়ে থাকে তাই জানতে দয়া করে ব্র্যাংকে যোগাযোগ করুন

প্রক্রিয়া-মূল্যঃ লোনের পরিমাণের ২% পর্যন্ত (লোনের পরিমাণ ৫০ লক্ষ টাকার বেশি হলে, প্রক্রিয়া-মূল্য হবে ১.৫%)

বেতনভুক্ত কর্মীঃ
নূন্যতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা এবং বর্তমান চাকরিতে স্থায়ী হতে হবে, নূন্যতম আয় ২৫,০০০ টাকা
বেতনভুক্ত কর্মীর নূন্যতম ৩ বছরের চাকরির অভিজ্ঞতা এবং বর্তমান চাকরিতে স্থায়ী হতে হবে।নূন্যতম আয় ২৫,০০০ টাকা।

আরও পড়ুন >> বাংলা ব্যাকরণের ১০০টি সন্ধি বিচ্ছেদ

ব্র্যাক ব্যাংক গৃহঋণ কাগজপত্রঃ

১। সর্বশেষ এক বছরের ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিবরণী
২। সর্বশেষ কর সনদ / কর জমার রশিদ
৩। জাতীয় পরিচয়পত্র
৪। গৃহঋণের জন্য চিঠি / বরাদ্দ চুক্তি / বায়না চুক্তি
৫। গৃহঋণ / ঋণের কর্তৃত্ব গ্রহণের নিবন্ধিত মালিকানা চুক্তি
৬। গৃহঋণের জন্য মূল্য-উদ্ধৃতি
৭। পরিচিতিপত্র (এলওআই)

সর্বশেষ ০১ বছরের বেতন-হিসাবের বিবরণী
ব্যবসায়ী / স্বনির্ভর পেশাদার / জমির মালিক
মালিক / পরিচালক / অংশীদারিত্ব / প্রাইভেট লিমিটেড কোম্পানি
ব্যবসার মোট অভিজ্ঞতা নূন্যতম ৩ বছর
নূন্যতম আয় বাংলাদেশি টাকায় ৩০,০০০ টাকা

সাধারণ কাগজপত্র ব্র্যাক ব্যাংক গৃহঋণ

সর্বশেষ ১ বছরের ব্যক্তিগত ব্যাংক হিসাবের বিবরণী
সর্বশেষ কর সনদ / কর জমার রশিদ
জাতীয় পরিচয়পত্র / পাসপোর্টের অনুলিপি
গৃহঋণের জন্য চিঠি / বরাদ্দ চুক্তি / বায়না চুক্তি
গৃহঋণ / ঋণের কর্তৃত্ব গ্রহণের নিবন্ধিত মালিকানা চুক্তি
গৃহঋণের জন্য মূল্য-উদ্ধৃতি
গত ৩ বছরের ট্রেড লাইসেন্স (শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে)
কোম্পানির সর্বশেষ ০১ বছরের ব্যাংক হিসাবের বিররণী (শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে)
অংশীদারী কোম্পানির নিবন্ধিত অংশীদারী দলিল (শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে)

আইএমওএ + অন্তর্ভুক্তির সনদ + প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বশেষ শিডিউল এক্স (শুধু ব্যবসায়ীদের ক্ষেত্রে)
নিজ নিজ পেশাদার সমিতির সদস্যপদ সনদপত্র (শুধু স্বনির্ভর পেশাদারদের ক্ষেত্রে)
সিলসহ নিজের প্যাডের ঘোষণা (শুধু স্বনির্ভর পেশাদারদের ক্ষেত্রে)
একটি পেশাদারী ডিগ্রির সনদ (শুধু স্বনির্ভর পেশাদারদের ক্ষেত্রে)
নিবন্ধিত মালিকানা চুক্তি (শুধু জমির মালিকদের ক্ষেত্রে)
ভাড়ার চুক্তি (শুধু জমির মালিকদের ক্ষেত্রে)
ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, পানি, গ্যাস) (শুধু জমির মালিকদের ক্ষেত্রে)

More >> OPPO A76 Mobile Full Specification & Price

*শর্ত প্রযোজ্য ব্র্যাক ব্যাংক গৃহঋণ

দেশজুড়ে আমাদের রয়েছে ১৮৬টি শাখা, ৪৫০টির বেশি এটিএম ও ৪৫৭টি এসএমই ইউনিট অফিস। অনুসন্ধান
আমাদের ২৪ ঘন্টা কল সেন্টার ১৬২২১-এ কল করুন অথবা ইমেইল করুন enquiry@bracbank.com – এই ঠিকানায়।

 

Check Also

uTorrent

uTorrent সেরা ভিডিও ডাইনলোড সফটওয়্যার

Spread the loveuTorrent হল একটি অগ্রগণ্য BitTorrent ক্লায়েন্ট যা সারা বিশ্বে সঙ্গীত, চলচ্চিত্র এবং অন্যান্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *