বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পার্শ্বে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
01. Name of Post: সাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর -০৩টি
Education Qualification: (ক) স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রী
(খ) সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ
(গ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত; এবং (ঘ) কম্পিউটারে Word processing সহ ই-মেইল,
ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 11000-26590/- টাকা।
02. Name of Post: কম্পিউটার অপারেটর- ০১টি
Education Qualification: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ লিখার অভিজ্ঞাতা।
বেতন: 11000-26590/- টাকা।
03. Name of Post: ক্যাশিয়ার- ০১টি
Education Qualification: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বানিজ্য বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি;
(খ) কম্পিউটার Word Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: 10200-24680/- টাকা।
04. Name of Post: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক- ০১টি
Education Qualification: কোন স্বীকৃত বোর্ড হতে HSC বা সমমান পাশ হতে হবে।
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ এবং ইংরেজিতে ২০ শব্দের গতিসহ লিখার অভিজ্ঞাতা।
বেতন: 9300-22490/- টাকা।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
05. Name of Post: অফিস সহকারী- ০১টি
Education Qualification: কোন স্বীকৃত বোর্ড হতে HSC বা সমমান পাশ হতে হবে।
(খ) কম্পিউটার Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: 9300-22490/- টাকা।
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
06. Name of Post: অফিস সহায়ক- ০৩টি
Education Qualification: কোন স্বীকৃত বোর্ড হতে SSC বা সমমান পাশ হতে হবে।
(খ) কম্পিউটার Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বেতন: 8250-20010/- টাকা।
Online এ আবেদন করা শুরুর সময় : 19 May 2019 ইং
Online এ আবেদন করা শেষ সময় : 03 June 2019 ইং
পরীক্ষা ফি: ক্রমিক নং ১ থেকে ৫ নং 100/- টাকা এবং ৬ নং পদের জন্য 50/- টাকা।
বিস্তারিত বিজ্ঞপ্তি দেখুন।