বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ও কথিত ভাষা

Spread the love

সর্বাধিক কথিত ভাষার তালিকা

বর্তমান বিশ্বে ৭,১১১টি ভাষার মাধ্যমে মনের ভাব আদান প্রদান করে মানুষ। এর মধ্যে যেসব ভাষায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, তা থেকে ১০০টি ভাষার তালিকা তৈরি করে কানাডাভিত্তিক ওয়েবসাইট Visual Capitalist.

তালিকা অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি কথা বলার ১০টি ভাষা-
ইংরেজি – ১১৩,২৩,৬৬,৬৮০ জন
মান্দারিন (চীন) – ১১১,৬৫,৯৬,৬৪০ জন,
হিন্দি – ৬১,৫৪,৭৫,৫৪০ জন
স্প্যানিশ – ৩,৪৩,৫,৭৩০ জন
ফরাসি – ২৭,৯৮,২১,৯৩০ জন
আরবি – ২৭,৩৯,৮৯,৭০০ জন
বাংলা – ২৬,৫০,৪২,৪৮০ জন
পর্তুগিজ – ২৩,৪১,৬৮,৬২০ জন
ইন্দোনেশীয় – ১ ১৯,৮৭,৩৩,৬০০ জন

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

সারা বিশ্বে সবচেয়ে বেশি কথা বলা হয় যেসব ভাষায়, সেগুলোর শীর্ষ ১০০টির মধ্যে স্থান করে নিয়েছে বাংলাদেশের চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ভাষা। সর্বাধিক কথিত ১০০ ভাষার তালিকায় ১ কোটি ৩০ লাখ ভাষাভাষী নিয়ে চাটগাইয়া ভাষা অবস্থান করে নিয়েছে ৮৮ নম্বরে। আর ১ কোটি ১৮ লাখ ভাষাভাষী নিয়ে সিলেটি ভাষার অবস্থা ৯৭তম।

মানুষের প্রথম ব্যবহৃত ভাষা

সম্প্রতি জার্মানভিত্তিক গবেষণা প্লাটফর্ম Statista মানুষের প্রথম ব্যবহৃত ভাষা (First Language) নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। বিশ্বের ভাষা নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান Ethnologue’র তথ্য ব্যবহার করা এ প্রতিবেদন অনুযায়ী ২০১৯ সালে বিশ্বের সর্বাধিক কথিত ১০টি ভাষা।

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

মান্দারিন – ১৩১১ মিলিয়ন
শ্যানিশ – ৪৬০ মিলিয়ন
ইংরেজি ৩৭৯ মিলিয়ন
আরবি – ৩১১ মিলিয়ন
বাংলা – ২২৮ মিলিয়ন
পুর্তুগিজ – ২২১ মিলিয়ন
রুশ – ১৫৪ মিলিয়ন
জাপানি – ১২৮ মিলিয়ন
লানডা – ১১৯ মিলিয়ন

তাইতে গানের ভাষায় বলতে হয় – নানান জাতের মানুষ আছে, এই যে দুনিয়ায়, ওরে মানুষের ভিরে আসোল মানুষ চিনা বড় দায়, ভবের বাজারে মানুষ চেনা বড় দায় ……………. ।

আগামীতে থাকছে : বিভিন্ন চাকরির পরীক্ষা প্রশ্ন-উত্তর ও কুইজ প্রতিযোগীতা।

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *