বিপরীত শব্দ বলতে কী বােঝ? বিপরীত শব্দ গঠন প্রক্রিয়া

Spread the love

বিপরীত শব্দ :
যে সকল শব্দ কোনাে নির্দিষ্ট শব্দের সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করে সেগুলােকে বিপরীত শব্দ বলে।
যেমন: ‘ভালাে’ এর বিপরীত শব্দ মন্দ’; ‘ছােট’-এর বিপরীত শব্দ ‘বড়’।

বিপরীত শব্দ গঠনের উপায়সমূহ :
ক. উপসর্গ যােগে :
মূল শব্দের পূর্বে অ, আ, অপ, নির, দুর, কু, অনা প্রভৃতি | উপসর্গ যুক্ত হয়ে বিপরীত শব্দ গঠিত হয়ে থাকে। যেমন: মানুষ-অমানুষ , কাজ – কুকাজ, কৌশল – অপকৌশল, জন – নির্জন, অবস্থা-দুরবস্থা, আচার – অনাচার ইত্যাদি।

খ. প্রত্যয়মূলক শব্দ যােগে :
মূল শব্দের সাথে শূন্য, হীন, ছাড়া, হারা, বিহীন প্রভৃতি প্রত্যয়মূলক শব্দ যােগেও বিপরীত শব্দ গঠিত হয়ে থাকে। যেমন: জ্ঞানী – অনশূন্য, বিবেকবান – বিবেকহীন ইত্যাদি।

গ, স্বভাবজাত প্রক্রিয়ায় :
স্বভাবজাত প্রক্রিয়াতেই অধিকাংশ বিপরীত শব্দ গঠিত হয়েছে। যেমন : অল্প-অধিক, ঘন-পাতলা, দোষ-গুণ, ক্রয়-বিক্রয়, খুচরা-পাইকারি, ক্ষুদ্র- বৃহৎ ইত্যাদি।

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

বিভিন্ন বোর্ডের বিপরীত শব্দ:
গৃহীত – বর্জিত,     সুশীল – দুঃশীল
অগ্রজ – অনুজ,     প্রলয় – সৃষ্টি
ঐক্য – বিভেদ,     বিরক্ত – অনুরক্ত
উৎকর্ষ – অপকর্ষ,  নিরক্ষর – স্বাক্ষর
সৌম্য – করাল,     আর্দ্র – শুষ্ক
তিমির – আলো,    নৈসর্গিক – অনৈসর্গিক
চিরায়ত – সাময়িক, গৃহী – সন্ন্যাসী
দুর্জন – সুজন,       ঋজু – বক্স
অর্বাচীন – প্রাচীন,   আবিল – অনাবিল
গুপ্ত – প্রকাশ্য,       পুরস্কার – তিরস্কার
আদ্য – অন্ত,         জটিল – সরল
শুরু – শেষ,         ক্ষমা – অভিশাপ
ঐচ্ছিক – আবশ্যিক, সার্থক – নিরর্থক
বিনয় – ঔদ্ধত্য,     বিনীত – উদ্ধত
হ্রাস – বৃদ্ধি,         সন্ধ্যা – প্রভাত

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

জোয়ার – ভাটা,     মহৎ – নিকৃষ্ট
সঞ্চয় – অপচয়,      নির্লজ্জ – লাজুক
গ্রহণ – বর্জন,        অলীক – সত্য
বিধবা – সধবা,      গ্রাম্য – শহুরে
নিন্দুক – স্তাবক,     আবাহন – বিসর্জন
খল – সরল,         সৃষ্টি – প্রলয়
বরখাস্ত – বহাল,     সৌম্য – করাল
অন্ধ – চক্ষুমান,      নিরক্ষর – স্বাক্ষর
বিদ্বান – মুর্খ,        শান্ত – অশান্ত
বিনীত – উদ্ধত,     ভোঁতা – ধারালো
তেজি – নিস্তেজ,     নিষিদ্ধ – সিন্ধ
গুপ্ত – প্রকাশ্য,       ক্ষমা – ক্রোধ
গৃহী – সন্ন্যাসী,       দুরন্ত – শান্ত
দাতা – গ্রহীতা,       বাচাল – স্বল্পবাক
কাজ – অকাজ,       দরিদ্র – ধনী

আরো পড়ুন : সমার্থক শব্দ কাকে বলে? ১০০টি সমার্থক শব্দ

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *