বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর ।। অন্তবর্তী সরকার

Spread the love

বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিদেশে পড়তে যেতে চাই এমন শিক্ষার্থীদের জন্য ২০২৫ সালে অন্তবর্তী সরকারের সময়ে কয়েকটি বড় “সিস্টেম” ও সুবিধা চালু/আপডেট হয়েছে। বিদেশগামী শিক্ষার্থীদের জন্য নিচে স্পষ্ট পয়েন্টে সব দিলাম—কি সুবিধা, কবে থেকে, কী লাগবে, কেমন খরচ, ইত্যাদি।

1) নতুন/আপডেটেড সরকারি সিস্টেম ও সুবিধা

  • e-Apostille (অনলাইন অ্যাপোস্টিল): বাংলাদেশ এখন Hague Apostille Convention–এ যোগ দেওয়ায় MoFA-এর e-Apostille প্ল্যাটফর্মে অনলাইনে ডকুমেন্ট অ্যাপোস্টিল করা যাচ্ছে—এতে আগের মত দূতাবাসে লিগ্যালাইজ করতে হয় না (যে দেশ অ্যাপোস্টিলে সাইনেটরি)। ফলে সময়, খরচ ও হয়রানি কমেছে।
  • অনলাইন সনদ যাচাই (SSC/HSC/বিশ্ববিদ্যালয়): শিক্ষা মন্ত্রণালয়/UGC–র ব্যবস্থায় শিক্ষাবোর্ড/বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট অনলাইনে ভেরিফাই করা যাচ্ছে—বিদেশি বিশ্ববিদ্যালয়/দূতাবাসে জমা দেওয়ার প্রক্রিয়া দ্রুত হচ্ছে।
  • “দূতাবাসে আলাদা অ্যাটেস্টেশন ছাড়াই” অনলাইন অ্যাটেস্টেশন কার্যকর: সরকার জানিয়েছে, MoFA-এর অনলাইন অ্যাটেস্টেশন হয়ে গেলে অনেক ক্ষেত্রে আর দূতাবাসে আলাদা অ্যাটেস্ট লাগবে না—এটি ৯ আগস্ট ২০২৫-এ সরকারি সংবাদ মাধ্যমে জানানো হয়।
  • পুলিশ ক্লিয়ারেন্স পুরোপুরি অনলাইন: বাংলাদেশ পুলিশের PCC (Police Clearance Certificate) এখন সম্পূর্ণ অনলাইনে আবেদন/ডেলিভারি–যোগ্য; বিদেশগামী পড়ুয়ারা ভিসা ফাইলে এই সার্টিফিকেট দিয়ে থাকে।
  • স্টুডেন্ট ফাইল ও কার্ড চ্যানেল রেমিট্যান্স: টিউশন/লিভিং খরচ পাঠাতে ব্যাংকের Student File–এর পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কার্ড চ্যানেল দিয়েও শিক্ষা-সংক্রান্ত পেমেন্ট পাঠানো যাচ্ছে (বিশেষত করেসপন্ডেন্স/অনলাইন কোর্সের জন্য)।

More : Samsung Galaxy A17 5G স্যামসাং মোবাইল Specification ও দাম

2) বিদেশগামী শিক্ষার্থীদের কী কী সুযোগ-সুবিধা পাবে

  • কম কাগজপত্র ও কম দৌড়ঝাঁপ: e-Apostille + অনলাইন ভেরিফিকেশন + অনলাইন PCC মিলিয়ে বহু কাজ এক প্ল্যাটফর্ম/অনলাইনেই হয়ে যাচ্ছে।
  • দ্রুততা ও খরচ কমা: e-Apostille এবং অনলাইন অ্যাটেস্টেশনের ফলে দূতাবাস ঘুরে বেড়ানোর প্রয়োজন কমে সময় ও ফি সেভ হবে।
  • পেমেন্টের নমনীয়তা: ব্যাংকের স্টুডেন্ট ফাইল থেকে ইনস্টিটিউশন/নিজের বিদেশি অ্যাকাউন্টে লিভিং খরচ; কিছু ক্ষেত্রে কার্ড চ্যানেলেও টিউশন/ফি দেওয়া সম্ভব।

বিদেশগামী শিক্ষার্থীদের

3) কখন থেকে কার্যকর

  • e-Apostille চালু: ২০২৪-এর দ্বিতীয়ার্ধ থেকে যোগদান; ২০২৫-এ সরকারী e-Apostille পোর্টাল পূর্ণমাত্রায় চলমান।
  • অনলাইন অ্যাটেস্টেশন স্বীকৃতি: সরকারিভাবে ৯ আগস্ট ২০২৫ থেকে “অনলাইন অ্যাটেস্ট হলেই দূতাবাসে না যেতে হতে পারে” নীতিটি ঘোষিত/চলমান।
  • অনলাইন সনদ যাচাই: শিক্ষা মন্ত্রণালয়/UGC ঘোষণামতে ২০২৪-এর শেষ দিক থেকে প্রক্রিয়া চালু, ২০২৫-এ পরিসর বেড়েছে।

4) কী কী ডকুমেন্ট লাগবে (সাধারণ চেকলিস্ট)

  • পাসপোর্ট (ভ্যালিড), অ্যাডমিশন অফার/ I-20/ CAS/ COE, টিউশন ইনভয়েস/রিফান্ড পলিসি, শিক্ষাগত সনদ/ট্রান্সক্রিপ্ট (অনলাইন ভেরিফাই + e-Apostille যেখানে প্রযোজ্য),
  • স্পনসরের ব্যাংক অ্যাকাউন্ট/আয়-প্রমাণ, স্টুডেন্ট ভিসা (যদি পাওয়া থাকে), ছবি,
  • পুলিশ ক্লিয়ারেন্স (PCC) – অধিকাংশ দেশে ভিসা ফাইলে প্রয়োজন, অনলাইনে করা যায়,
  • স্টুডেন্ট ফাইল খোলার কাগজপত্র (ব্যাংকভেদে সামান্য পার্থক্য থাকে—উদাহরণ: স্ট্যান্ডার্ড চার্টার্ডের তালিকা)।

5) শিক্ষাগত যোগ্যতা (দেশভেদে ভিন্ন, সাধারণ নির্দেশনা)

  • UG/PG ভর্তি শর্ত: SSC/HSC বা সমমান, বিশ্ববিদ্যালয় ট্রান্সক্রিপ্ট/ডিগ্রি;
  • ভাষা-দক্ষতা: ইংরেজিভাষী দেশে সাধারণত IELTS/TOEFL;
  • ফান্ডের প্রমাণ: টিউশন+লিভিং কভার এমন ব্যাংক স্টেটমেন্ট/স্পনসরশিপ/স্কলারশিপ।
    (এগুলো বিশ্ববিদ্যালয়/দেশ অনুযায়ী বদলায়; উপরোক্ত অনলাইন অ্যাটেস্ট/ভেরিফিকেশন এগুলো জমা দেওয়া সহজ করেছে।)

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

6) খরচের ধারণা (বার্ষিক, দেশ/ইনস্টিটিউশন অনুসারে পরিবর্তনশীল)

  • আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে সাধারণত টিউশন ২০–৩০ হাজার USD/বছর,
  • লিভিং খরচ অনেক দেশে প্রায় টিউশনের কাছাকাছি, ফলে মোট ~৬০ হাজার USD/বছর ধরতে বলা হয় (দেশ/শহরভেদে কম-বেশি)।
  • ব্যাংক ফি/চার্জ: স্টুডেন্ট ফাইল খোলা/রেমিট্যান্সে ব্যাংকভেদে কিছু ফি থাকে (উদাহরণ: বার্ষিক ফি/রেমিট্যান্স চার্জ—স্ট্যান্ডার্ড চার্টার্ডের বর্তমান সূচি তাদের সাইটে রয়েছে)।

7) স্টুডেন্ট ফাইল/রেমিট্যান্স—কীভাবে কাজ করে

  • কখন খুলবেন: অফার লেটার পেলেই স্টুডেন্ট ফাইল খোলা শুরু করতে বলেন ব্যাংকগুলো।
  • কোথায় টাকা যায়: টিউশন সরাসরি বিশ্ববিদ্যালয়ে; লিভিং খরচ শিক্ষার্থীর বিদেশি অ্যাকাউন্টে পাঠানো যায়।
  • নবায়ন: সাধারণত প্রতি বছর এনরোলমেন্ট/প্রোগ্রেস রিপোর্ট/ইনভয়েস দিয়ে নবায়ন করতে হয়।
  • কার্ড চ্যানেল: বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী কিছু শিক্ষা ব্যয়ের ক্ষেত্রে আন্তর্জাতিক কার্ড দিয়েও পেমেন্ট করা সম্ভব।

দ্রুত প্রস্তুতির টু-ডু চেকলিস্ট

  • পাসপোর্ট আপডেট করুন → 2) বিশ্ববিদ্যালয়ের অফার/I-20/CAS/COE সংগ্রহ →
  • অনলাইন সনদ যাচাই (SSC/HSC/UGC) + প্রয়োজন হলে e-Apostille করুন →
  • পুলিশ ক্লিয়ারেন্স (অনলাইন) → 5) ব্যাংকে গিয়ে স্টুডেন্ট ফাইল খুলুন →
  • টিউশন/লিভিং রেমিটেন্স প্ল্যান (ফাইল/কার্ড চ্যানেল) সেট করুন →
  • দেশ/বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভিসা ডকস জমা দিন।
  • নোট/সতর্কতা

  • e-Apostille কেবল সেইসব দেশে প্রযোজ্য যারা Hague Convention-এ সাইনেটরি; নইলে আলাদা লিগ্যালাইজেশন/দূতাবাস অ্যাটেস্ট লাগতে পারে—টার্গেট দেশের নিয়ম দেখে নিন।
  • খরচ দেশ/কোর্স/শহরভেদে অনেক বদলায়—উপরেরটা কেবল রাফ গাইড; বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল টিউশন টেবিল দেখুন।

আপনি কোন দেশ/বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করছেন বললে, আমি সেই দেশের ভিসা-রুলস + নির্দিষ্ট ডকুমেন্ট-চেকলিস্ট + আপডেটেড ব্যয়-অন্যান্য বিষয় সুন্দর করে জানিয়ে দিব। বিদেশগামী শিক্ষার্থীদের জন্য সুখবর সত্যিই আনন্দের হোক।  তবে বিদেশগামী শিক্ষার্থীদের যে দেশেই যান না কেন সকল তথ্য যাচাই বাছাই করে তবেই যাবেন।

Check Also

Google Drive

Google Drive এ কি কি নতুন সুবিধা থাকছে 2025

Spread the loveGoogle Drive 2025 সালে Google Drive-এ (বিশেষ করে Google Workspace-এ) নতুনভাবে যোগ হওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *