বিএএফ শাহীন কলেজে বাংলা ও ইংরেজী ভার্সনে নিয়োগ

Spread the love

বিএএফ শাহীন কলেজ ঢাকার স্কুল শাখায় (উভয় ভার্সন) নিম্নবর্ণিত বিষয়ে নিজস্ব অর্থায়নে সৃষ্টপদে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে অন-লাইনের মাধ্যমে আবেদন আহবান করা হচ্ছে।

১। পদের নাম: সহকারী শিক্ষক: বাংলা ভার্সন(প্রভাতি শাখা)
পদ সংখ্যা: ভৌত বিজ্ঞান(রসায়ন)-০১ ব্যবসায় শিক্ষা-০১ জীবন ও কর্মমূখী শিক্ষা-০২= ০৪ জন।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৩ মার্চ ২০২০(শুক্রবার) ০৯০০-১১০০ ঘটিকা।

২। পদের নাম: সহকারী শিক্ষক: ইংরেজী ভার্সন(প্রভাতি শাখা)
পদ সংখ্যা: ইংরেজি-০১, গণিত-০১ = ০২ জন।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৩ মার্চ ২০২০(শুক্রবার) ০৯০০-১১০০ ঘটিকা।

৩। পদের নাম: সহকারী শিক্ষক: ইংরেজী ভার্সন(দিবা শাখা)
পদ সংখ্যা: ইংরেজি-০২ = ০২ জন।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৩ মার্চ ২০২০(শুক্রবার) ১৫০০-১৭০০

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

বি এ এফ শাহীন কলেজ

ক। আবেদনের তারিখ  ১৪ ফেব্রুয়ারি ২০২০ হতে ১০ মার্চ ২০২০ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইনের মাধ্যমে)।

খ। শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো-২০১৮ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা (বিস্তারিত কলেজ ওয়েবসাইট দেখুন)।

গ। বয়স ও সর্বোচ্চ ৩৫ বছর, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শির্থিলযোগ্য।

ঘ। বেতন স্কেল: সহকারী শিক্ষক ও প্রশিক্ষণপ্রাপ্ত-১৬০০০/- পে কোড-১০ এবং প্রশিক্ষণবিহীন-১২৫০০/- পে-কোড়-১১। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে। ইংরেজি ভার্সন-এর জন্য অতিরিক্ত ভাতা ৩,০০০/- টাকা প্রদান করা হবে।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

ঙ। আবেদনের নিয়মাবলি ও প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলি কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। আবেদন করার জন্য ওয়েবসাইটের ঠিকানা: www.bafsd.edu.bd অথবা, BAFSDJOBS.OSL.AC। আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়ােজনীয় তথ্য সঙ্গে রাখুন । প্রতিটি পদেরজন্য ৫৭০/- (পাঁচশত সত্তর টাকা, অনলাইন চার্জসহ) ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। চ। অন্যান্য পরীক্ষা ও আবেদনকারীকে যথাসময়ে ই-মেইল এবং এসএমএস-এর মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।

Check Also

গোল্ডেন হারভেস্টে

গোল্ডেন হারভেস্টে ডাটা এন্ট্রি অপারেটর পদে ৪০০ জনের বিশাল নিয়োগ

Spread the loveগোল্ডেন হারভেস্টে ইনফোটেক লিমিটেডে (জিএইচআইটিএল) ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ৪০০ জনকে নিয়োগ দেওয়া …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *