বিএএফ শাহীন কলেজ ঢাকার স্কুল শাখায় (উভয় ভার্সন) নিম্নবর্ণিত বিষয়ে নিজস্ব অর্থায়নে সৃষ্টপদে নিয়োগের উদ্দেশ্যে যোগ্য প্রার্থীদের নিকট হতে অন-লাইনের মাধ্যমে আবেদন আহবান করা হচ্ছে।
১। পদের নাম: সহকারী শিক্ষক: বাংলা ভার্সন(প্রভাতি শাখা)
পদ সংখ্যা: ভৌত বিজ্ঞান(রসায়ন)-০১ ব্যবসায় শিক্ষা-০১ জীবন ও কর্মমূখী শিক্ষা-০২= ০৪ জন।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৩ মার্চ ২০২০(শুক্রবার) ০৯০০-১১০০ ঘটিকা।
২। পদের নাম: সহকারী শিক্ষক: ইংরেজী ভার্সন(প্রভাতি শাখা)
পদ সংখ্যা: ইংরেজি-০১, গণিত-০১ = ০২ জন।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৩ মার্চ ২০২০(শুক্রবার) ০৯০০-১১০০ ঘটিকা।
৩। পদের নাম: সহকারী শিক্ষক: ইংরেজী ভার্সন(দিবা শাখা)
পদ সংখ্যা: ইংরেজি-০২ = ০২ জন।
লিখিত পরীক্ষার তারিখ ও সময়: ১৩ মার্চ ২০২০(শুক্রবার) ১৫০০-১৭০০
আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে
ক। আবেদনের তারিখ ১৪ ফেব্রুয়ারি ২০২০ হতে ১০ মার্চ ২০২০ তারিখ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত (অন-লাইনের মাধ্যমে)।
খ। শিক্ষাগত যোগ্যতা ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো-২০১৮ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা (বিস্তারিত কলেজ ওয়েবসাইট দেখুন)।
গ। বয়স ও সর্বোচ্চ ৩৫ বছর, তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শির্থিলযোগ্য।
ঘ। বেতন স্কেল: সহকারী শিক্ষক ও প্রশিক্ষণপ্রাপ্ত-১৬০০০/- পে কোড-১০ এবং প্রশিক্ষণবিহীন-১২৫০০/- পে-কোড়-১১। এছাড়া প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, নগর ভাতা, উৎসব ভাতা, চাকুরি স্থায়ীকরণ সাপেক্ষে ১০% কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি সুবিধা রয়েছে। ইংরেজি ভার্সন-এর জন্য অতিরিক্ত ভাতা ৩,০০০/- টাকা প্রদান করা হবে।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
ঙ। আবেদনের নিয়মাবলি ও প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে। এক্ষেত্রে সকল নিয়মাবলি কলেজের ওয়েবসাইট থেকে জানা যাবে। আবেদন করার জন্য ওয়েবসাইটের ঠিকানা: www.bafsd.edu.bd অথবা, BAFSDJOBS.OSL.AC। আবেদনের পূর্বে প্রার্থীর রঙিন ছবি ও স্বাক্ষরের ইমেজ স্ক্যান কপি এবং অন্যান্য প্রয়ােজনীয় তথ্য সঙ্গে রাখুন । প্রতিটি পদেরজন্য ৫৭০/- (পাঁচশত সত্তর টাকা, অনলাইন চার্জসহ) ফি অনলাইনে পেমেন্ট করতে হবে। চ। অন্যান্য পরীক্ষা ও আবেদনকারীকে যথাসময়ে ই-মেইল এবং এসএমএস-এর মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান এবং মৌখিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে।