বিএএফ শাহিন কলেজে চাকুরী কুর্মিটোলা

Spread the love

Table of Contents

ক) পদের নাম: প্রভাষক(স্থায়ী) পদার্থ । (ইংরেজি ভার্সনের জন্য)-০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রীসহ ২য় শ্রেণি/সমমানের স্নাতকোত্তর ডিগ্রী।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০টাকা।
খ) পদের নাম: প্রভাষক(অস্থায়ী) রসায়ন । (বাংলা ভার্সনের জন্য)-০১ জন।:
শিক্ষাগত যোগ্যতা:
বেতন স্কেল: ২২,০০০টাকা।
গ) পদের নাম: প্রদর্শক(অস্থায়ী)পদার্থ- ০১ জন,রসায়ন-০১ জন,জীববিজ্ঞান-০১,জন গণিত- ০১ জন, আইসিটি- ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়সহ ২য় শ্রেণির/সমমানের স্নাতক ডিগ্রী থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০টাকা।

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে

ঘ) পদের নাম: সহকারী শিক্ষক(স্থায়ী)ইংরেজি -০৩ জন,বাংলা-০১জন,গণিত-০১জন,শারীরিক শিক্ষা-০১জন,সাধারণ বিজ্ঞান-০১ জন।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রী/সমমান থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০টাকা।
ঙ) পদের নাম: সহকারী শিক্ষক(অস্থায়ী) গণিত-০১,জন সাধারণজ্ঞান-০৫জন,সামাজিক বিজ্ঞান(ভূগোল)-০১জন,সামাজিক বিজ্ঞান(ইতিহাস)-০১জন,সামাজিক বিজ্ঞান(অর্থনীতি)-০১ জন, ইংরেজি-০১জন, ইসলাম শিক্ষা-০২জন,কৃষি শিক্ষা-০১জন,নৃত্য-০১জন (মহিলা),শারীরিক শিক্ষা – ০১জন (মহিলা),সাধারণ বিজ্ঞান- ০১ জন,আইসিটি-১জন।
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রী/সমমান থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-১৬,০০০টাকা।
চ) পদের নাম: সহকারী শিক্ষক(অস্থায়ী) সাধারণ -০১জন (ইংলিশ ভার্সন NCTB ডিগ্রী/সমমান অথবা এর Curriculum অনুযায়ী)
শিক্ষাগত যোগ্যতা: অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রী/সমমান থাকতে হবে।
বেতন স্কেল: ১২,৫০০-১৬,০০০টাকা।
ছ) পদের নাম: অফিস সহকারী (স্থায়ী) ০১জন।
শিক্ষাগত যোগ্যতা: ১। এইচএসসি পাস। ২। শিক্ষা জীবনে যেকোন ০১টি ৩য় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে।৩। কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০ = ২২,৪৯০টাকা।
জ) পদের নাম: অফিস সহকারী (অস্থায়ী) ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: ১। এইচএসসি পাস। ২। শিক্ষা জীবনে যেকোন ০১টি ৩য় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে।
৩। কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০টাকা।
ঝ) হিসাব সহকারী (অস্থায়ী) – ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: ১। এইচএসসি (ব্যবসায় শিক্ষা বিভাগ)। ২। শিক্ষা জীবনে যেকোন ০১ টি ৩য় শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে।৩। কম্পিউটার পরিচালনার অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০টাকা।
ঞ) ল্যাব সহকারী – (স্থায়ী) রসায়ন-০১ জন
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে এসএসসি পাশ।
বেতন স্কেল: ৮৮০০-২১৩১০টাকা

আরও পড়ুন >> নামাজের ভুল সমুহ । জামাতে নামাজ পড়ার নিয়ম

বিএফ শাহীন স্কুল এন্ড কলেজ
শর্তাবলী:
আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীদের আগামী ২০ ফেব্রুয়ারি ২০২০ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
Loading spinner

Check Also

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম শ্রেণী

Spread the loveশিক্ষার গুরুত্ব মানুষের মনের আলো জ্বালায় এবং সমাজকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যায়। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *