বাড়ী ছাড়লেন মিতা বেগম । রহস্যে ঘেরা জীবন

Spread the love

রহস্যে ঘেরা জীবন মিতা বেগম

স্বামী উপর স্ত্রীর রাগ অভিমান করে চলে গেলো বাড়ি ছেড়ে। মিতা বেগমের জীবন কি সত্যই রহস্যে ভরা ছিল নাকি শুধুই রাগ অভিমান।

নাটোর বাগাতিপাড়া দয়ারামপুর মিশ্রিপাড়া গ্রামে মোঃ আলমের স্ত্রীর রাগ করে গত ০৯/১১/২০২১ইং সকাল ০৮টা দিকে বাড়ি থেকে ছেলেকে নিয়ে মাদ্রাসা রওনা দেয়। সে ছেলেকে মাদ্রাসা রেখে নিজের উদ্যেশ্যে সফল করতে একা একা দেখা য়ায সে একটি লাল রং এর অটো ধরে বাগাতিপাড়া দিকে রওনা দেয়। মোছাঃ মিতা বেগম তার দুটি ছেলে। বড় ছেলে মোঃ তামিম(১৪) বছর এবং ছোট ছেলে মোঃ তানজিদ (০৬) বছর।

এলাকা বাসী ও পরিবারের কাছে জানা যায় যে ০৮/১১/২০২১ইং রোজ সোমবার রাতে স্বামীর সাথে রাগারগি করে। পরের দিন মোছাঃ মিতা বেগম বাড়ি ছেড়ে চলে যাই। য়দি কোনো ব্যক্তি মোছাঃ মিতা বেগমকে সন্ধায় পেয়ে থাকেন তা হলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য বিষেশ ভাবে অনোরোধ করা হলো।

কোন ব্যক্তি মোছাঃ মিতা বেগমকে সন্ধান দিতে পারেন তাহাকে সন্মান করা হইবে।

যোগাযোগের জন্য মোবাঃ নং ০১৭২৬-৭২৫৪৫৯ ও ০১৯৭৬-৭২৫৪৫৯।

নাটোর জেলা প্রতিনিধিঃ মোঃ মুক্তার হোসেন, তাং ১৭/১১/২০২১ইং

Check Also

কুমিল্লায়

কুমিল্লায় 4তলা ছাদ থেকে ফেলে দারোয়ানকে হত্যা

Spread the loveকুমিল্লায়, চান্দিনা – কুমিল্লার চান্দিনা উপজেলার পল্লী বিদ্যুৎ রোডে অবস্থিত একটি ভবনের ছাদে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *