বাড়ি বাড়ি খাবার দিলেন ইউপি চেয়ারম্যান
বাড়ি বাড়ি খাবার দিলেন ইউপি চেয়ারম্যান – প্রাণঘাতি করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আর এই করোনার ভাইরাসের সংক্রামন রোধে লালপুর উপজেলা জুড়ে চলছে অঘোষিত লকডাউন। এতে গত ১৫দিন ধরে কর্মহীন হয়ে পড়েছে উপজেলার শ্রমজীবি ও নিম্ন আয়ের সাধারণ মানুষেরা।
লালপুর উপজেলার আড়বাব ইউপির এমন কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের অসহায় ১৯০ টি পরিবারের বাড়ি বাড়ি গিয়ে নিজ হাতে খাবার বিতরণ করেছেন ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা।
বুধবার (০৮ এপ্রিল) আড়বাব ইউপির ১৯০টি নিম্ন আয়ের পরিবারে ১৯০০ কেজি চাউল বিতরণ করেন তিনি।
আরো পড়ুন >> বাংলাদেশ নৌবাহিনী । Bangladesh Navy । ভর্তি বিজ্ঞপ্তি ২০২২
এব্যাপারে ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা জোহা বিডি.কম এর এই প্রতিবেদক কে বলেন, ‘করোনাভাইরাস এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত হতদরিদ্র দের জন্য বরাদ্দকৃত বিনামূল্যে ১০ কেজি করে চাউল প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করেছি।
আমার প্রাণের ৪ নং আড়বাব ইউনিয়ন বাসীকে করোনাভাইরাস থেকে মুক্তি রাখতে নিরাপদে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ ঘরে থাকতে জনসেচতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছি। ইউনিয়ন বাসিকে ঘরে রেখে তাদের সেবা করতে আমি বাইরে আছি। জীবনের বিনিময়ে হলেও আমার ইউনিয়ন বাসির জন্য আমি কাজ করে যাবো।’
//zohabd.com/মো. আশিকুর রহমান টুটুল,