বাঘায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত

Spread the love

এবার রাজশাহীর বাঘার উপজেলার গাওপাড়া ১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। বাঘা উপজেলা নির্বাহী অফিসার শাহিন রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আক্রান্ত ব্যাক্তি বর্তমানে রাজশাহী বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছে।

করোনা শনাক্ত হওয়ার পর থেকেই আক্রান্ত ব্যাক্তির বাড়িসহ আশেপাশের পাঁচটি বাড়ি লকডাউন করা হয়েছে এবং সবাইকে ঘরে থাকতে বলা হয়েছে। তিনি আরো জানান, ‘আক্রান্ত ব্যাক্তি ঢাকা বা নারায়নগঞ্জ ফেরত নন। তবে তার শরীরে সংক্রামনের সঠিক করন এখনো জানা যায়নি।

আরও পড়ুন>> ইসলামী ব্যাংক এর সহজ লোন সুবিধা । IBBL Easy Loan

তিনি পেশায় একজন ফেরিওয়ালা ছিলেন। গত ৪দিন আগে টায়ফয়েড নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় পরে সন্ধেহভাজন হিসেবে তার করোনা পরীক্ষা করে ২০ এপ্রিল করোনা পজেটিভ হয়। ’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আখতারুজ্জামান বলেন,  করোনা শনাক্ত হওয়ার পরে ঐ পরিবারসহ আশেপাশের ৫টি বাড়ির সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান ও সতর্ক থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’

//zohabd.com/সাইদুল ইসলাম, বাঘা প্রতিনিধি

আরও পড়ুন >> ট্রাস্ট ব্যাংক বাড়ী নির্মানের জন্য ১০ লক্ষ টাকা দিচ্ছে সহজেই

Check Also

নাটোরের লালপুর

প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা বিকাশ

Spread the loveনাটোরের লালপুর আর রাজশাহীর বাঘা – প্রতারণার আরেক নাম নাটোরের লালপুর ইমো কিংবা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *