সমাস কাকে বলে?
‘সমাস’ শব্দটি সংস্কৃত শব্দ। সম + আস্ + অ = সমাস। সমাসের আভিধানিক অর্থ ‘একত্রে অবস্থান’। পরস্পর অর্থ-সঙ্গতিপূর্ণ দুই বা ততোধিক পদ মিলে এক পদ হওয়াকে সমাস বলে।
যেমন: সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
সমাস কত প্রকার ও কি কি?
সমাস সাধারণত ৬ প্রকার। যথা:
১. দ্বন্দ্ব সমাস ২. কর্মধারয় সমাস ৩. তৎপুরুষ সমাস
৪. বহুব্রীহি সমাস ৫. অব্যয়ীভাব সমাস ৬. দ্বিগু সমাস
বাংলা ব্যাকরণে ৫০টি গুরুত্বপূর্ণ সমাস
সলিলসমাধি – সলিলে সমাধি – ৭মী তৎপুরুষ
সপ্তডিঙ্গা – সস্ত (সাত)ডিঙ্গার সমাহার – দ্বিগু
অনাশ্রিত – নয় আশ্রিত যে -নঞ বহুব্রীহি সমাস
কানাকানি – কানে কানে যে কথা – বহুব্রীহি
নবপৃথিবী – নব যে পৃথিবী – কর্মধারয়
আমরা – আমি, তুমি ও সে -দ্বন্দ্ব
উপবন – বনের সদৃশ – উপদ্বীপ
রাজপথ – পথের রাজা -ষষ্ঠী তৎপুরুষ সমাস
প্রগতি – প্রকৃষ্ট যে গতি – প্রাদি সমাস
বাকবিতণ্ডা – বাক দ্বারা বিতণ্ডা -তৃতীয়া তৎপুরুষ
সপ্তর্ষি – সপ্ত (সাত) ঋষির সমাহার – দ্বিগু
বীণাপাণি – বীণা পাণিতে যার – বহুব্রীহি
শশব্যস্ত – শশকের ন্যায় ব্যস্ত – কর্মধারয় সমাস
দম্পতি – জায়া ও পতি – দ্বন্দ্ব সমাস
কচুকাটা – কচুর মতাে কাটা -উপমান কর্মধারয়
উপজেলা – জেলার সদৃশ -অব্যয়ীভাব
তেপায়া – তে (তিন) পায়ের সমহার – দ্বিগু সমাস
দেশান্তর – অন্য দেশ – নিত্য সমাস
প্রাণপাখি – প্রাণ রূপ পাখি – রূপক কর্মধারয়
কাজলকাল – কাজলের মতাে কালাে উপমিত কর্মধারয়
ঈগল পাখি – ঈগল নামের পাখি – মধ্যপদলােপী কর্মধারায়
কলঙ্করেখা – কলঙ্কের রেখা – ষষ্ঠী তৎপুরুষ
গাছপাকা -গাছে পাকা – ৭মী তৎপুরুষ
চা-বাগান – চায়ের বাগান -ষষ্ঠী তৎপুরুষ
জয়মুকুট – জয়ের নিমিত্ত মুকুট -৪র্থী তৎপুরুষ
জনাকীণ -জন দ্বারা আকীর্ণ -৩য়া তৎপুরুষ
মিঠেকড়া – মিঠে ও কড়া – দ্বন্দ্ব সমাস
প্রাণভয় -প্রাণ যাওয়ার ভয় – মধ্যপদলােপী কর্মধারয়
তপোবন – তপের নিমিত্ত বন – ৪র্থী তৎপুরুষ
ত্রিফলা – ত্রি (তিন) ফলের সমাহার – দ্বিগু
বিষাদসিন্ধু -বিষাদ রপ সিন্ধু – রূপক কর্মধারয়
দম্পতি– জায়া ও পতি – দ্বন্দ্ব সমাস
কোলাকুলি -কোলে কোলে যে মিলন – বহুব্রীহি
গাছপাকা – গাছে পাকা – ৭মী তৎপুরুষ
যথারীতি – রীতিকে অতিক্রম না করে – অব্যয়ীভাব
তেরোনদী – তেরো নদীর সমাহার – দ্বিগু
আয়কর – আয়ের জন্য কর – তৎপুরুষ সমাস
হিতাহিত – হিত ও অহিত – দ্বন্দ্ব
যুগান্তর – অন্য যুগ – নিত্য সমাস
রাতকানা – রাতে কানা – সপ্তমী তৎপুরুষ
হাসাহাসি – হাসিতে হাসিতে যে কর্ম – বহুব্রীহি
নাতজামাই – নাতিনের জামাই – ষষ্ঠী তৎপুরুষ
হাঁটুজল – হাঁটু পযন্ত জল – ৫মী তৎপুরুষ
মধুকর – মধু সংগ্রহ করে যে – উপপদ তৎপুরুষ
মহাত্মা – মহান আত্মা যার – বহুব্রীহি
রাজপথ – পথের রাজা – ষষ্ঠী তৎপুরুষ
সহৃদয় – হৃদয়ের সহিত বর্তমান – বহুব্রীহি
একরোখা – একদিকে রোখ যার – বহুব্রীহি
বিয়েপাগল – বিয়ের জন্য পাগল – ৪র্থী তৎপুরুষ সমাস