বাংলা ব্যাকরণের বহুল ব্যাবহিত প্রবাদ প্রবচন

Spread the love

বাংলা ব্যাকরণে বহুল ব্যাবহিত কিছু প্রবাদ প্রবচন। প্রাতিষ্ঠানিক বিভিন্ন পরিক্ষার পাশাপাশি আমাদের দৈনন্দিন জীবনেও এইসকল প্রবাদ প্রবচন কথায় কথায় ব্যাবহার হয়ে থাকে। এমনই গুরুত্বপূর্ণ ও বহুল ব্যাবহিত ৫০ টি প্রবাদ প্রবচন নিচে দেখানো হয়েছে।

প্রবাদ প্রবচনঃ
১। অতি চালাকের গলায় দড়ি- অতি চালাক লোক/মানুষ বিপদে পড়ে।
২। আঙ্গুর ফল টক- যা সম্ভব নয় ,তাকে ভাল না বলা
৩। ওস্তাদের মার শেষ রাতে-দক্ষ ব্যাক্তি শেষেও সফল হয়ে থাকে।
৪। এক মাঘে শীত যায় না-বিপদ একবারেই শেষ হয়ে যায় না।
৫। এক ঢিলে দুই পাখি মারা-একসাথে দুটি উদ্দেশ্য সফল করা।
৬। অভাগা যেদিকেই চায় সাগর শুকায়ে যায়- হতভাগা ব্যাক্তির সব দিকে নিরাশা।
৭। অল্পবিদ্যা ভয়ঙ্করী-সামান্য বিদ্যা অনেক সময় বিপদ ডেকে আনে।
৮। কথায় চিড়া ভিজে না- শুধু ফঁকা আওয়াজেই কোনাে কাজ হয় না।
৯। কয়লা ধুলে ময়লা যায় না- খারাপ লােকের স্বভাব পরিবর্তন হয় না।
১০। কুকুরের পেটে ঘি সয় না- ভালাে জিনিস অধমের জন্য নহে।
১১। কড়িতে বাঘের দুধ মিলে- টাকায় সবকিছু হয়।
১২। কাটা ঘায়ে নুনের ছিটা- কষ্টের ওপর কষ্ট দেওয়া।
৩। খাজনার চেয়ে বাজনা বেশি –আয়ের চেয়ে আঁকজমক বেশি।
১৪। খাল কেটে কুমির আনা- বাহিরের বিপদ ঘরে আনা।
১৫। গরিবের কথা বাসি হলে ফলে –সামান্য ব্যক্তির উপদেশ শেষে কাজে
১৬। গাছে কাঁঠাল গোঁফে তেল- কোনােকিছু পাওয়ার আগেই ভােগের আC
৭। খোঁটার জোরে ভেড়া নাচে- শক্তিমানের সাহায্যে শক্তি বৃদ্ধি হয়।
১৮। চকচক করলেই সােনা হয় না-বাহিরের রং দ্বারা সবকিছু চেনা যায়।
১৯। চোর না শনে ধর্মের কাহিনী- অসৎ ব্যক্তি ভালাে উপদেশ গ্রহণ করে।
২০। চাচা আপন প্রাণ বাঁচা- সবার আগে নিজকে রক্ষা করা।
২১। কপালের লিখন না যায় খন্ডন- ভাগ্যে যা আছে তা ঘটবেই।
২২। কাকের মাংস কাকে খায় না- স্বজাতির কেউ ক্ষতি করে না।
২৩। গাঁয়ে মানে না আপনি মােড়ল- কেউ না মানলেও নিজেই মাতব্বরী
২৪। গরু মেরে জুতা দান- বেশি ক্ষতি করে সামান্য কিছু দিয়ে খুশি করার
২৫। চোর পালালে বুদ্ধি বাড়ে- বিপদ কেটে গেলে সমাধান খুঁজে পাওয়া ।

২৬। ছেড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখা- আকাশ কুসুম কল্পনা করা।
২৭। জলে কুমির ডাঙ্গায় বাঘ- উভয়দিক থেকেই বিপদ।
২৮। জলে না নামলে সাঁতার শেখা যায় না- চেষ্টা না করলে সফলতা পাওয়া যায় না।
২৯। জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ- ছােট বড় সব কাজ একাই করা।
৩০। জোর যার মুল্লক তার- শক্তির কাছে সকলেই নত।
৩১। ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে- অভ্যাস পরিবর্তন হয় না।
৩২। ঝড়ে বক মরে, ফকিরের কেরামতি বাড়ে- অপরের কর্মের ফল নিজের বলে জানি
৩৩। ডােবা দেখলেই ব্যাঙ লাফায়- প্রিয় বস্তু দেখে আনন্দ পাওয়া।
৩৪। দুষ্ট গরুর চেয়ে শূন্য গােয়াল ভালাে- অপ্রাসঙ্গিক বেশি কথা বলা।
৩৫। নাচতে না জানলে উঠান বাঁকা- নিজের দোষ অন্যের উপর চাপানাে।
৩৬। ধান ভানতে শিবের গীত- অপ্রাসঙ্গিক বেশি কথা বলা।
৩৭। নদীর মুখে বালির বাঁধ- প্রতিরােধের সামান্য চেষ্টা।
৩৮। ধর্মের কল বাতাসে নড়ে- সত্য কোনােদিন গােপন থাকে না।
৩৯। হিসাবের গরু বাঘে খায় না- লিখিত হিসাব ভুল হয় না।
৪০। হক কথার মার নেই- সত্যের ভয় নেই।
৪১। সবুরে মেওয়া ফলে- ধৈর্য্যের সাথে কাজ করলে সুফল পাওয়া যায়।
৪২। সাবধানের মার নেই- সতর্কতার বিপদ নেই।
৪৩। সুখে থাকলে ভূতে কিলায়- আরামে থেকে কষ্ট আনার মতাে কাজ করা।
৪৩। রথ দেখা কলা বেচা- একসঙ্গে দু’টি কাজ করা।
৪৪। শাক দিয়ে মাছ ঢাকা- কোনােকিছু গােপন করার জন্য চেষ্টা।
৪৫। যত গর্জে তত বর্ষে না- আয়ােজন অনুযায়ী কাজ কম হওয়া।
৪৬। মশা মারতে কামান দাগা -সামান্য কাজের জন্য বিরাট আয়ােজন করা।
৪৭। মরা হাতি লাখ টাকা -দামী ব্যক্তির কদর সব জায়গায়।
৪৮। পুরানাে চাল ভাতে বাড়ে- পুরাতন জিনিস ভালাে।
৪৯। নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ- অপরের ক্ষতির জন্য নিজের ক্ষতি করা।
৫০। বানরের গলায় মুক্তার মালা- অযােগ্যের হাতে ভালাে জিনিসের দুর্দশা।

আরো পড়ুন: বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ও কথিত ভাষা

Check Also

রোকেয়া সাখাওয়াত

রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা রচনা ও জীবনী 100

Spread the loveভূমিকা (রোকেয়া সাখাওয়াত হোসেন) : রোকেয়া সাখাওয়াত হোসেনকে বলা হয় বাংলার নারী জাগরণের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *