বাংলাদেশ সেনাবাহিনী মহিলা সৈনিক পদে নিয়োগ

Spread the love

বাংলাদেশ সেনাবাহিনীতে মহিলা সৈনিক পদে যোগ দিন
সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোন সুযোগ নেই। প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকুরীর যে কোন পর্যায়ে চাকুরী হতে বহিষ্কার করা হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি

ক। সাধারণ ট্রেড (জিডি), বিএনসিসি (BNCC) এবং সেনাসন্তান।
খ। টেকনিক্যাল ট্রেড- (TTTI)।
গ। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান (মাদ্রাসা/কারিগরি/উন্মুক্ত) পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৩.০০ পেয়ে উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ হতে হবে।
ঘ। আবেদন শুরুর তারিখ: ২৫ ফেব্রুয়ারি ২০২০
ঙ। শেষ তারিখ: ১৫ মার্চ ২০২০
চ। বয়স: ২৪ জানুয়ারি ২০২১ তারিখে ১৭ বছর এর কম এবং ২১ বছরের বেশি হবে না। (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।
ছ। উচ্চতা: ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি) বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জন্য ১.৫৬ মিটার (৫ ফুট ১ ইঞ্চি)।

আরও পড়ুন >> ব্যায়াম কিংবা জিম না করে ওজন কমাবেন কিভাবে

জ। ওজন: (ন্যূনতম) ৪৭ কেজি (১০৪ পাউন্ড)।
ঝ। বুকের মাপ: স্বাভাবিক ০.৭১ মিটার (২৮ ইঞ্চি) স্ফীত ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি)।
ঞ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত (বিপত্নীক/বিবাহ বিচ্ছেদকারী নয়)।
ট। সাঁতার ও সাঁতার জানা অত্যাবশ্যক।
ঠ। নির্বাচন পদ্ধতি। লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা), স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে ।

বাংলাদেশ সেনাবাহিনী মহিলা সৈনিক পদে নিয়োগ ২০২০

সেনাবাহিনীতে চাকুরীর সুবিধা সমূহ:
নির্ধারিত স্কেলে বেতন, ভাতা এবং পেনশনসহ বিনামূল্যে আহার ও বাসস্থান, নিজ, পরিবারবর্গ এবং পিতা-মাতা/শ্বশুর-শ্বাশুরীর জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসার সুবিধা, বিনামূল্যে সরকারী পোশাক পরিচ্ছদ,। নিজ ও পরিবারবর্গের জন্য ভর্তুকি মূল্যে রেশন প্রদান, সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। সন্তানদের জন্য যোগ্যতা সাপেক্ষে উচ্চ শিক্ষার সুযোগ। ।

স্থায়ী স্বাস্থ্য সমস্যার জন্য একাধিকবার অযোগ্য বিবেচিত প্রার্থীগণকে। আবেদন না করার জন্য অনুরোধ করা হলো।

আগ্রহী সকল জেলার মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপঃ
আবেদনের জন্য টেলিটকের প্রিপেইড মোবাইলের মাধ্যমে এসএমএস করে রেজিষ্ট্রেশন করতে হবে। প্রথম এসএমএস ঃ FSAINIK1ST THREE LETTERS OF SSC BOARD ROLL PASSING YEAR DISTRICT CODE তথ্যগুলো টাইপ করে ১৬২২২ নম্বরে প্রথম এসএমএস করতে হবে। http://sainik.teletalk.com.bd ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন করতে হবে।

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

Check Also

গণপূর্ত অধিদপ্তরে

গণপূর্ত অধিদপ্তরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Spread the loveগণপূর্ত অধিদপ্তরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরে -এ স্থায়ী ভিত্তিতে মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *