বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড-২ নিয়োগের বিজ্ঞপ্তি এসএমএস এর মাধ্যমে আবেদন শুরু ০২ ফেব্রুয়ারি এবং শেষ তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২০ ইং।
আগামী ২৩ ফেব্রুয়ারি ২০২০ হতে ৩০ ডিসেম্বর ২০২০ তারিখ পযন্ত নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে ট্রেড -২ পেশায় পুরুষ ও মহিলা ভর্তি কাযক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী বিজ্ঞপ্তিতে দেওয়া হলো:
ক। বিশেষ পেশা (ট্রেড-২)
যোগ্যতা: এসএসসি / সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ 2.50 পেতে হবে।
পিডি এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ হতে হবে।
বয়স: ২৪ জানুয়ারি ২০২১ তারিখে ১৭ থেকে ২০ বছর।
পেশা সমুহ: কুক (মেস), কুক (ইউনিট), কুক(হাসপাতাল), ইকুইপমেন্ট এন্ড বুট রিপিায়ারার (ইএন্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), ব্রাসব্যান্ড, কার্পেন্টার, ডেকোরেটর(পিডি), পেইন্টার এবং টেইলার।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
খ। শারিরক যোগ্যতা: পুরুষ: ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন-৪৯.১০ কেজি, বুকের মাপ- ৩০ ইঞ্চি
মহিলা: ৫ ফুট ৩ ইঞ্চি, ওজন-৪৭ কেজি, বুকের মাপ- ২৮ ইঞ্চি।
গ। স্বাস্থ্য পরীক্ষা: স্বাস্থ্য পরীক্ষা যোগ্য।
ঘ। বৈবাহিক অবস্থা: অবিবাহিত।
ঙ। সাঁতার: সাঁতার জানা আবশ্যক।
পরীক্ষা ফি: ২০০/- টাকা টেলিটক মোবাইল মাধ্যমে প্রদান করতে হবে।
এসএমএস করার নিয়ম:
প্রথম: SAINIK1st Three letter of SSC BoardRollPassing YearDistrice CodeTrade Code and send to 16222
দ্বিতীয়: SAINIKYESPIN NumberMobile Number and send to 16222
জেলার কোড নিচে দেওয়া আছে।