বাংলাদেশ সুপ্রীম কোর্ট Supreme Court নিয়োগ

Spread the love

বাংলাদেশ সুপ্রীম কোর্ট Supreme Court বিভিন্ন পদে ৭০ লোক নিয়োগ করা হবে, উক্ত পদের যোগ্যতা অনুযায়ী 05 May 2019 তারিখের মধ্যে আবেদন করার অনুরোধ করা হলো।

বাংলাদেশ সুপ্রীম কোর্ট Supreme Court নিয়োগ

১। পদের নাম: নিরাপত্তা প্রহরী (দারোয়ান)
পদের সংখ্যা:  ৩০ জন
বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস

২। পদের নাম: ফরাস
পদের সংখ্যা: ৫ জন
বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস

৩। পদের নাম: মালি
পদের সংখ্যা: ৮ জন
বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

৪। পদের নাম: ভিস্তি
পদের সংখ্যা: ২ জন
বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস

৫। পদের নাম: পরিচ্ছন্নতা কর্মী
পদের সংখ্যা: ২৫ জন
বেতন: ৮,২৫০-২০,০১০/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণী পাস

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

বাংলাদেশ সুপ্রীম কোর্টের ওয়েবসাইট (www.supremecourt.gov.bd) হতে ডাউনলোডকৃত আবেদনপত্রের নির্ধারিত ফরম ও প্রবেশপত্র অথবা উক্ত ডাউনলোডকৃত ফরম/প্রবেশপত্রের ফটোকপি ব্যবহার করে আবেদন করা যাবে।

ক্রমিক ১-৪নং পদের জন্য প্রার্থীর বয়সসীমা দরখাস্ত দাখিলের জন্য নির্ধারিত সর্বশেষ তারিখে (৩০/০৪/২০১৯ খ্রি.) ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে ।

পরীক্ষা ফি বাবদ ১-৪নং পদের জন্য ১০০/টাকা এবং ৫নং পদের জন্য ৫০ টাকা ট্রেজারী চালানের মাধ্যমে ১-৬১২১০০২০-২০৩১ নং কোডের বিপরীতে বাংলাদেশ ব্যাংক সোনালী ব্যাংকে জমা করে ট্রেজারী চালানের মূল কপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে। এক্ষেত্রে পোষ্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার কোন অবস্থাতেই গ্রহণযোগ্য হবে না।

সূত্র : ১২/০৪/২০১৯ কালের কণ্ঠ (পৃষ্ঠা-৯) ও সূত্র : ১৬/08/২০১৯ কালের কণ্ঠ (পৃষ্ঠা-৮)

Itel Super 26 Ultra

Itel Super 26 Ultra স্পেসিফিকেশন, ফিচার ও দাম

XANON X1 Ultra সম্পূর্ণ স্পেসিফিকেশন

XANON X1 Ultra সম্পূর্ণ স্পেসিফিকেশন, ফিচার ও দাম | Full Specs & Features

 

Check Also

বাংলাদেশ তাঁত বোর্ডে বিভিন্ন পদে চাকরি বিজ্ঞপ্তি

Spread the loveবাংলাদেশ তাঁত বোর্ডে বিভিন্ন পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি জনবল নিয়োগ দেওয়া হবে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *