বাংলাদেশ সড়ক পরিবহন
বাংলাদেশ রােড ট্রান্সপাের্ট অথরিটির (বিআরটিএ’র) নিম্নবর্ণিত ০৪(চার) ক্যাটাগরির মােট ১০(দশ)টি শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ীভাবে লােকবল নিয়ােগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (Online-এ) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে
১। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০৩(তিন)টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং তৎসহ শর্ট হ্যান্ডের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে গতি থাকতে হবে।
বেতন: ১০২০০/- ২৪৬৮০/- টাকা
২। মেকানিক্যাল এসিস্ট্যান্ট – ০৫(পাঁচ)টি
শিক্ষাগত যোগ্যতা: ক)কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক / স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কোন স্বীকৃত বাের্ডের অনুমােদিত প্রতিষ্ঠান হতে অটোমােবাইল/অটোমােটিভ ট্রেড এ কারিগরি বৃত্তিমূলক ২য় পর্ব উত্তীর্ণ;
গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে।
বেতন: ১০২০০/- ২৪৬৮০/- টাকা
৩। রেকর্ড কিপার – ০১(একটি)
শিক্ষাগত যোগ্যতা: ক) কোন স্বীকৃত বাের্ড হতে বাণিজ্য/ বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে।
বেতন: ৯৩০০/- ২২৪৯০/- টাকা
৪। অফিস সহায়ক -০১(একটি)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল / সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০/- ২০০১০/- টাকা
শর্তাবলী:
ক. আবেদনকারীর বয়স ২৫.০৩.২০২০ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে।
খ. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://brta.teletalk.com.bd অথবা www.brta.gov.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
গ. আবেদনের সময়সীমা নিম্নরূপ:
i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৯ অক্টোবর, ২০২০ সকাল ১০:০০ঘটিকা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৯ নভেম্বর, ২০২০ বিকাল ০৫:০০ ঘটিকা।
পরীক্ষার ফি:
i)ক্রমিক ১-৩নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ১২/-(বার টাকা মাত্র) সর্বমােট ১১২/- (একশত বার টাকা মাত্র)
ii) ক্রমিক ৪নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয় টাকা মাত্র) সর্বমােট ৫৬/- (ছাপ্পান্ন টাকা মাত্র) অনধিক ৭২বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ২১ অক্টোবর ২০২০ ইং