বাংলাদেশ সড়ক পরিবহন (বিআরটিএ) সদর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ সড়ক পরিবহন

বাংলাদেশ রােড ট্রান্সপাের্ট অথরিটির (বিআরটিএ’র) নিম্নবর্ণিত ০৪(চার) ক্যাটাগরির মােট ১০(দশ)টি শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ীভাবে লােকবল নিয়ােগের নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্তসাপেক্ষে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে (Online-এ) দরখাস্ত আহ্বান করা যাচ্ছে

১। পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর- ০৩(তিন)টি
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং তৎসহ শর্ট হ্যান্ডের সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে গতি থাকতে হবে।
বেতন: ১০২০০/- ২৪৬৮০/- টাকা

২। মেকানিক্যাল এসিস্ট্যান্ট – ০৫(পাঁচ)টি
শিক্ষাগত যোগ্যতা: ক)কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক / স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কোন স্বীকৃত বাের্ডের অনুমােদিত প্রতিষ্ঠান হতে অটোমােবাইল/অটোমােটিভ ট্রেড এ কারিগরি বৃত্তিমূলক ২য় পর্ব উত্তীর্ণ;
গ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে।
বেতন: ১০২০০/- ২৪৬৮০/- টাকা

৩। রেকর্ড কিপার – ০১(একটি)
শিক্ষাগত যোগ্যতা: ক) কোন স্বীকৃত বাের্ড হতে বাণিজ্য/ বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
খ) কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকিতে হইবে।
বেতন: ৯৩০০/- ২২৪৯০/- টাকা

৪। অফিস সহায়ক -০১(একটি)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বাের্ড হতে মাধ্যমিক স্কুল / সাটিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
বেতন: ৮২৫০/- ২০০১০/- টাকা

শর্তাবলী:
ক. আবেদনকারীর বয়স ২৫.০৩.২০২০ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে।

খ. পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ http://brta.teletalk.com.bd অথবা www.brta.gov.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

গ. আবেদনের সময়সীমা নিম্নরূপ:

i. Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় ২৯ অক্টোবর, ২০২০ সকাল ১০:০০ঘটিকা।
ii. Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ২৯ নভেম্বর, ২০২০ বিকাল ০৫:০০ ঘটিকা।

পরীক্ষার ফি:
i)ক্রমিক ১-৩নং পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১০০/- (একশত টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ১২/-(বার টাকা মাত্র) সর্বমােট ১১২/- (একশত বার টাকা মাত্র)
ii) ক্রমিক ৪নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০/- (পঞ্চাশ টাকা মাত্র) ও সার্ভিস চার্জ বাবদ ৬/-(ছয় টাকা মাত্র) সর্বমােট ৫৬/- (ছাপ্পান্ন টাকা মাত্র) অনধিক ৭২বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, তারিখ: ২১ অক্টোবর ২০২০ ইং

Check Also

ক্ষুদ্র ও কুটির শিল্প

ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন এ নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) রাজস্বখাতে বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *