বাংলাদেশ রেলওয়ে সরাসরি নিয়োগযোগ্য নিম্নে বর্ণিত পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে :
পদের নাম ও সংখ্যা: সহকারী লোকেমোটিভ মাস্টার (Assistant Lecturer Master) – ৫৬ জন।
গ্রেড: 2 , বেতন: 9000-21800/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বিজ্ঞান বা সমমান (HSC Science)
পদের নাম ও সংখ্যা: রিভেটার (Revater) – ১৪ জন।
গ্রেড: 2 , বেতন: 9700-23490/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সহ ট্রেড সনদ মেকানিক্যাল (SSC Pass with Mechanical)
পদের নাম ও সংখ্যা: সহকারী মৌলভী (Assistant Moulvi) – ০১ জন।
গ্রেড: 2 , বেতন: 9700-23490/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সহ ফাজিল আলিম, টাইটেল পাশ। (Alim Pass)
পদের নাম ও সংখ্যা: লাইব্রেরিয়ন (Librarian) – ০৮ জন।
গ্রেড: 2 , বেতন: 9700-23490/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন লাইব্রেরী সাইন্স দ্বিতীয় বিভাগ। (Diploma in Library Science)
More Product >> Smart speaker – Echo Dot – Alexa to any room
পদের নাম ও সংখ্যা: ফুয়েল চেকার (Fuel Checker) – ০১ জন।
গ্রেড: 2 , বেতন: 9300-22490/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান (SSC Pass)
পদের নাম ও সংখ্যা: টিকেট ইস্যুয়ার – ০৪ জন।
গ্রেড: 2 , বেতন: 8800-21310/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান (SSC Pass)
পদের নাম ও সংখ্যা: এমএস – ০৩ জন।
গ্রেড: 2 , বেতন: 10200-24680/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বিজ্ঞান বা সমমান। (HSC Science)
শর্তাবলী (Conditions):
১। আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র Bangladesh Railway ওয়েব সাইট পাওয়া যাবে।
www.railway.gov.bd – A4 কাগজে ডাউনলোড দিয়ে প্রিন্ট করতে হবে।
২। 3 Copy P.P সাইজের সত্যায়িত ছবি আবেদনপত্রের সাথে পেস্ট করে লাগাতে হবে।
৩। পরীক্ষার ফি বাবদ 100/- টাকা কোড নং : ১-৫১৩১-০০০-২০৩১ তে ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং আবেদন পত্রের সাথে মূল কপি সংযোগ করতে হবে।
৪। আবেদনপত্র আগামী 08 April 2019 ইং তারিখের মধ্যে “চীফ পার্সোনেল অফিসার/পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম” এর দপ্তরে পৌছাতে হবে।
৫। লিখিত পরীক্ষা (Written Examination) রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
৬। ফরমের সাথে সকল বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।
৭। ডাক টিকেটসহ দুটি ফেরত খামে আবেদনের সাথে দাখিল করতে হবে।