বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম (CRB) নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ রেলওয়ে সরাসরি নিয়োগযোগ্য নিম্নে বর্ণিত পদে নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম সরাসরি এই নিয়োগে ব্যবস্থা করেছেন।

পদের নাম ও সংখ্যা: সহকারী লোকেমোটিভ মাস্টার (Assistant Lecturer Master) – ৫৬ জন।
গ্রেড: 2 , বেতন: 9000-21800/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বিজ্ঞান বা সমমান (HSC Science)

পদের নাম ও সংখ্যা: রিভেটার (Revater) – ১৪ জন।
গ্রেড: 2 , বেতন: 9700-23490/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সহ ট্রেড সনদ মেকানিক্যাল (SSC Pass with Mechanical)

পদের নাম ও সংখ্যা: সহকারী মৌলভী (Assistant Moulvi) – ০১ জন।
গ্রেড: 2 , বেতন: 9700-23490/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি সহ ফাজিল আলিম, টাইটেল পাশ। (Alim Pass)

পদের নাম ও সংখ্যা: লাইব্রেরিয়ন (Librarian) – ০৮ জন।
গ্রেড: 2 , বেতন: 9700-23490/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা ইন লাইব্রেরী সাইন্স দ্বিতীয় বিভাগ। (Diploma in Library Science)

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

 

পদের নাম ও সংখ্যা: ফুয়েল চেকার (Fuel Checker) – ০১ জন।
গ্রেড: 2 , বেতন: 9300-22490/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি অথবা সমমান (SSC Pass)

পদের নাম ও সংখ্যা: টিকেট ইস্যুয়ার – ০৪ জন।
গ্রেড: 2 , বেতন: 8800-21310/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান (SSC Pass)

পদের নাম ও সংখ্যা: এমএস – ০৩ জন।
গ্রেড: 2 , বেতন: 10200-24680/- টাকা
শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি বিজ্ঞান বা সমমান। (HSC Science)

বাংলাদেশ রেলওয়েশর্তাবলী (Conditions):
১। বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম- আবেদন ফরম, লিখিত ও মৌখিক পরীক্ষার প্রবেশপত্র Bangladesh Railway ওয়েব সাইট পাওয়া যাবে।
www.railway.gov.bd – A4 কাগজে ডাউনলোড দিয়ে প্রিন্ট করতে হবে।

আবেদন ফরম ডাউনলোড

২। 3 Copy P.P সাইজের সত্যায়িত ছবি আবেদনপত্রের সাথে পেস্ট করে লাগাতে হবে।

৩। পরীক্ষার ফি বাবদ 100/- টাকা কোড নং : ১-৫১৩১-০০০-২০৩১ তে ট্রেজারি চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে এবং আবেদন পত্রের সাথে মূল কপি সংযোগ করতে হবে।

৪। আবেদনপত্র আগামী 08 April 2019 ইং তারিখের মধ্যে “চীফ পার্সোনেল অফিসার/পূর্ব, বাংলাদেশ রেলওয়ে, সিআরবি, চট্টগ্রাম” এর দপ্তরে পৌছাতে হবে।

৫। লিখিত পরীক্ষা (Written Examination) রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

৬। ফরমের সাথে সকল বিজ্ঞপ্তিতে উল্লেখিত সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে।

৭। ডাক টিকেটসহ দুটি ফেরত খামে আবেদনের সাথে দাখিল করতে হবে।

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *