বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোতে বিপুল সংখ্যক পদে নিয়োগ। রপ্তানি উন্নয়ন ব্যুরোতে ১৩টি ভিন্ন ভিন্ন পদে বিপুল সংখ্যক জনবল নিয়োগ করবে।যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে এই নিয়োগ প্রদান করা হবে। আগ্রহীদের নিদিষ্ট সময়ের মধ্যে আবেদন আহ্বান করা যাচ্ছে।
অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরুঃ ১৬/০৩/২০২০
আবেদন করার শেষ তারিখঃ ৩১/০৩/২০২০
১।পদের নামঃ সহকারী পরিচালক
বেতনঃ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও স্নাতকোত্তর
পদের সংখ্যাঃ০২টি
২।পদের নামঃ গবেষণা কর্মকর্তা
বেতনঃ ২২০০০-৫৩০৬০/-(গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক ও স্নাতকোত্তর
পদের সংখ্যাঃ ০২টি
৩।পদের নামঃ বিক্রয় কর্মকর্তা
বেতনঃ ১৬০০০-৩৮৬৪০/-(গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস
পদের সংখ্যাঃ ০১টি
৪।পদের নামঃ নির্বাহী সহকারী
বেতনঃ ১২৫০০-৩০২৩০/-(গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস (নিদিষ্ট সাবজেক্টে)
পদের সংখ্যাঃ ০১টি
৫।পদের নামঃ তদন্তকারী
বেতনঃ ১২৫০০-৩০২৩০/-(গ্রেড-১১)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস (নিদিষ্ট সাবজেক্টে)
পদের সংখ্যাঃ ০৪টি
৬।পদের নামঃ কম্পিউটার অপারেটর
বেতনঃ ১১০০০-২৬৫৯০/-(গ্রেড-১৩)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস (নিদিষ্ট সাবজেক্টে)
পদের সংখ্যাঃ ০১টি
৭।পদের নামঃ সহকারী
বেতনঃ১০২০০-২৪৬৮০/-(গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস
পদের সংখ্যাঃ ০১টি
৮।পদের নামঃ ইউডিএ কাম ক্যাশিয়ার
বেতনঃ ১০২০০-২৪৬৮০/-(গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক পাস
পদের সংখ্যাঃ ০১টি
৯।পদের নামঃ সাঁট মুদ্রাক্ষিক কাম-কম্পিউটার অপারেটর
বেতনঃ ১০২০০-২৪৬৮০/-(গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতাঃ স্নাতক বা সমমান
পদের সংখ্যাঃ ০২টি
১০।পদের নামঃ ড্রাফসম্যান
বেতনঃ ৯৭০০-২৩৪৯০/-(গ্রেড-১৫)
শিক্ষাগত যোগ্যতাঃএসএসসি ও ডিপ্লোমা
পদের সংখ্যাঃ ০১টি
১১।পদের নামঃ নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক
বেতনঃ ৯৩০০-২২৪৯০/-(গ্রেদ-১৬)
শিক্ষাগত যোগ্যতাঃ এইচএসসি বা সমমান
পদের সংখ্যাঃ ১১ টি
১২।পদের নামঃ অফিস সহায়ক
বেতনঃ ৮২৫০-২০০১০/-(গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি
পদের সংখ্যাঃ ০৫টি
১৩।পদের নামঃ অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী
বেতনঃ ৮২৫০-২০০১০/-(গ্রেড-২০)
শিক্ষাগত যোগ্যতাঃ এসএসসি বা সমমান
পদের সংখাঃ ০৫টি
আরও বিস্তারিত জানতে নিচে সার্কুলারে দেখুনঃ
অনলাইনে আবেদন করতে নিচের লিঙ্কে প্রবেশ করুনঃ
অন্যান্য তথ্যসমূহঃ
১।আবেদনকারির বয়স অবশ্যই ১৮-৩০ এর মধ্যে থাকতে হবে।
২।আবেদন অনলাইনে সম্পূর্ণ করতে হবে।
৩।আবেদন করার পর পরিক্ষার ফি বাবদ পদ ভেদে ১১২ টাকা ও ৫৬ টাকা জমা দিতে হবে।