বাংলাদেশ বেসামরিক বিমান নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে চুক্তিভিত্তিক নিয়ােগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকগণের নিকট হতে নিম্নবর্ণিত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১। বিশেষ পরিদর্শক (সিনিয়র ফ্লাইট অপারেশন্স ইন্সপেক্টর) ফিক্সড ইউং
(ক) শিক্ষাগত যােগ্যতা: এইচ এস সি (বিজ্ঞান) অথবা সমমান।
(খ) আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি অনুযায়ী
বেতন:৫,৭৫,০০০/-

২। বিশেষ পরিদর্শক (এসএমএস)
(ক) শিক্ষাগত যােগ্যতা: সরকার অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক পাশ।
(খ) আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি অনুযায়ী
বেতন: ১,৬২,০০০/

৩। বিশেষ পরিদর্শক (এভিয়েশন পাবলিক হেলথ)
(ক) শিক্ষাগত যােগ্যতা: সরকার অনুমােদিত মেডিক্যাল কলেজ হতে এমবিবিএস ডিগ্রিসহ এমপিএইচ পাশ।
(খ) আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা: বিজ্ঞপ্তি অনুযায়ী
বেতন: ১,৬২,০০০/

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি

৪ | বিশেষ পরিদর্শক (অপারেশন্স)
(ক) শিক্ষাগত যােগ্যতা: সরকার অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে স্নাতকোত্তর পাশ। আবশ্যিক অপারেশনাল অভিজ্ঞতা: কোন সরকারী/স্থায়িত্তশাসিত সংস্থায় এয়ার ট্রান্সপাের্টেশন। এভিয়েশন রেগুলেটরী সফটওয়ার সিস্টেমে কাজ করার বাস্তব অভিজ্ঞতা।
বেতন: ১,৬২,০০০/

৫। এভিয়েশন এটনী
(ক) শিক্ষাগত যােগ্যতা: সরকার অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকসহ যেকোন বিষয়ে স্নাতকোত্তর পাশ।
বেতন: ১,১৭,০০০/

৬। বিশেষ পরিদর্শক (পারসোন্যাল লাইসেন্সিং)
(ক) শিক্ষাগত যােগ্যতা: সরকার অনুমােদিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিষয়ে স্নাতক ও সমমান পাশ।
বেতন: ১,১৭,০০০/

বাংলাদেশ বেসামরিক বিমান

৭। বিশেষ পরিদর্শক (অপারেশন্স)- PEL
(ক) শিক্ষাগত যােগ্যতা: এইচএসসি বিজ্ঞান ও সমমান পাশ।
বেতন: ১,১৭,০০০/

৮। বিশেষ পরিদর্শক (অপারেশন্স)- AIR
(ক) শিক্ষাগত যােগ্যতা: এইচএসসি বিজ্ঞান ও সমমান পাশ।
বেতন: ১,১৭,০০০/

বিস্তারিত জানতে নিম্নঠিকানা ক্লিক করুন

অন্যান্য শর্তাবলী:
ক. আবেদনপত্র প্রেরণের ঠিকানা : চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।
খ. সাদা কাগজে লিখিত দরখাস্ত সকল তথ্যাদি অবশ্যই থাকতে হবে।
গ. জন্ম তারিখ ও বয়স (১৫/০১/২০২২ খ্রিঃ তারিখে)
ঘ. চেয়ারম্যান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এর অনুকুলে (অফেরতযােগ্য) ১০০০/- (এক হাজার) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার।
ঙ. আগামী ৩০/০১/২০২২ তারিখের মধ্যে ডাকযােগে অথবা সরাসরি অফিস চলাকালীন উল্লিখিত ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে।

Itel Super 26 Ultra

Itel Super 26 Ultra স্পেসিফিকেশন, ফিচার ও দাম

Google Pixel 10

Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

Check Also

গণপূর্ত অধিদপ্তরে

গণপূর্ত অধিদপ্তরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Spread the loveগণপূর্ত অধিদপ্তরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ বাংলাদেশ গণপূর্ত অধিদপ্তরে -এ স্থায়ী ভিত্তিতে মোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *