বাংলাদেশ বেতার Bangladesh Betar Job 2019

Spread the love

বাংলাদেশ বেতার Bangladesh Betar বিভিন্ন কেন্দ্রে স্থায়ী এবং অস্থায়ী ভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ বেতার 22টি পদে মোট 123 জনকে নিয়োগ দিবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আগ্রহী প্রার্থীরা Online আবেদন করতে পারবেন।

পদ ও সংখ্যা: সহ সম্পাদক -01 জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী (BA Pass)
বেতন: 11300-27300 টাকা।

পদ ও সংখ্যা: সহকারী বিজনেস ম্যানেজার-01 জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী (BA Pass)
বেতন: 11300-27300 টাকা।

পদ ও সংখ্যা: উচ্চমান সহকারী-13 জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী (BA Pass)
বেতন: 10200-24680 টাকা।

পদ ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-02 জন
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC Pass)
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 70 ও 100, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30।
বেতন: 10200- 24680 টাকা।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

পদ ও সংখ্যা: অনুষ্ঠান সচিব- 01 জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC Pass)
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 70 ও 100, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30।
বেতন: 10200- 24680 টাকা।

বাংলাদেশ বেতার

অন্যান্য পদ সমূহ:
ক্যাটালগার-02 জন, কম্পিউটার অপারেটর-01 জন, রেডিও টেকনিশিয়ান-35 জন, স্টূডিও এক্সিকিউটিভ- 01 জন, রীগার- 05 জন, হিসাব সহকারী-03 জন, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -03 জন, গুদাম রক্ষক -03 জন, টেলিফোন অপারেটর-02 জন, মোটর গাড়ি চালক -14 জন, ইলেকট্রিশিয়ান -03 জন, ইকুইপমেন্ট এটেনডেন্ট-03 জন, প্লাম্বার-01 জন, এমএলএসএস -06 জন, গার্ড (নিরাপত্তা প্রহরী) – 18 জন, মালী- 04 জন, পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার/সুইপার) -01 জন.

বাংলাদেশ বেতার

বাংলাদেশ বেতার আবেদন নিয়োম:

প্রার্থীদের বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে ।

বাংলাদেশ বেতার  আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে 28 March 2019 তারিখ সকাল 10 টা থেকে এবং শেষ হবে 11 April 2019 তারিখ রাত 12 টায়।

Itel Super 26 Ultra

Itel Super 26 Ultra স্পেসিফিকেশন, ফিচার ও দাম

Google Pixel 10

Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *