বাংলাদেশ বেতারের Bangladesh Betar বিভিন্ন কেন্দ্রে স্থায়ী এবং অস্থায়ী ভাবে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ বেতার 22টি পদে মোট 123 জনকে নিয়োগ দিবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়ই প্রার্থীরা আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা Online আবেদন করতে পারবেন।
পদ ও সংখ্যা: সহ সম্পাদক -01 জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী (BA Pass)
বেতন: 11300-27300 টাকা।
পদ ও সংখ্যা: সহকারী বিজনেস ম্যানেজার-01 জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী (BA Pass)
বেতন: 11300-27300 টাকা।
পদ ও সংখ্যা: উচ্চমান সহকারী-13 জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রী (BA Pass)
বেতন: 10200-24680 টাকা।
পদ ও সংখ্যা: সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর-02 জন
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC Pass)
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 70 ও 100, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30।
বেতন: 10200- 24680 টাকা।
পদ ও সংখ্যা: অনুষ্ঠান সচিব- 01 জন।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (HSC Pass)
অন্যান্য যোগ্যতা : সাঁট লিপিতে প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 70 ও 100, কম্পিউটার টাইপিং-এ প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30।
বেতন: 10200- 24680 টাকা।
অন্যান্য পদ সমূহ:
ক্যাটালগার-02 জন, কম্পিউটার অপারেটর-01 জন, রেডিও টেকনিশিয়ান-35 জন, স্টূডিও এক্সিকিউটিভ- 01 জন, রীগার- 05 জন, হিসাব সহকারী-03 জন, অফিস সহকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -03 জন, গুদাম রক্ষক -03 জন, টেলিফোন অপারেটর-02 জন, মোটর গাড়ি চালক -14 জন, ইলেকট্রিশিয়ান -03 জন, ইকুইপমেন্ট এটেনডেন্ট-03 জন, প্লাম্বার-01 জন, এমএলএসএস -06 জন, গার্ড (নিরাপত্তা প্রহরী) – 18 জন, মালী- 04 জন, পরিচ্ছন্নতা কর্মী (ঝাড়ুদার/সুইপার) -01 জন.
আবেদন নিয়োম:
প্রার্থীদের বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এর মাধ্যমে আবেদনপত্র পূরণ করে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম ও ফি জমাদান সম্পন্ন করতে হবে ।
আবেদনের সময়সীমা:
অনলাইনে আবেদন শুরু হবে 28 March 2019 তারিখ সকাল 10 টা থেকে এবং শেষ হবে 11 April 2019 তারিখ রাত 12 টায়।