বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ২৪৭টি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতভুক্ত নিম্নেবর্ণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online এ আবেদন আহবান করা যাচ্ছে-

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে নিয়োগ

পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে HSC পাশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অভিজ্ঞতা: কম্পিউটার প্রশিক্ষণ সনদ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে M/S Word, Data Entry & Typing গতি প্রতি মিনিটে বাংলায় ১৫টি এবং ইংরেজীতে ২০টি

পদের নাম: অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০ টাকা পর্যন্ত
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বোর্ড হতে HSC পাশ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ
অভিজ্ঞতা: কম্পিউটার প্রশিক্ষণ সনদ এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে M/S Word, Data Entry & Typing গতি প্রতি মিনিটে বাংলায় ১৫টি এবং ইংরেজীতে ২০টি

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড

আবেদনের শেষ তারিখ: ০৪ এপ্রিল ২০১৯ ইং পর্যন্ত।
বয়স সীমা: ১৮ হতে ৩০ বছর পর্যন্ত
ফরম পুরণের নিয়ম: Online এ চাকুরীর ফরম পুরণ করতে হবে।
ঠিকানা: https://rms.bwdb.gov.bd/orms/

এই ঠিকানায় login করে সঠিক ভাবে Registration করতে হবে, Registration করার ২৪ ঘন্টার মধ্যে টাকা  Payment করতে হবে।

অলসতা সকল অনর্থের মূল

অলসতা সকল অনর্থের মূল ।। ভাবসম্প্রসারণ

শিক্ষার গুরুত্ব

শিক্ষার গুরুত্ব একটি প্রবন্ধ/রচনা লিখ। ক্লাস ৮ম থেকে ১০ম

পরীক্ষার ফি: ৬০০/- (ছয়শত টাকা)

কর্তৃপক্ষ প্রয়োজনে পদের সংখ্যা কম বেশি করতে পারে এবং প্রয়োজনে যে কোন দরখাস্ত বাতিল করার ক্ষমতা রাখে।

আরো চাকুরীর খবর পেতে ক্লিক করুন

 

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে লিখিত পরীক্ষা ও প্রবেশপত্র: প্রাথমিকভাবে যোগ্য প্রার্থীদের নির্বাচনী লিখিত পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। নির্ধারিত সময়ের পর প্রার্থী তার User ID & Password ব্যবহার করে ছবি, রোল নম্বর, পরীক্ষার স্থান ও তারিখ সম্বলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র Admit Card ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। লিখিত পরীক্ষার স্থান, তারিখ ও সময় যথাসময়ে বাপাউবো’র ওয়েবসাইটে এবং দৈনিক পত্রিকায় প্রকাশ করা হবে। এছাড়াও যোগ্য প্রার্থীদেরকে SMS / e-mail এর মাধ্যমে Notification প্রদান করা হবে।

Loading spinner

Check Also

সহকারী পরিদর্শক ১০টি পদে

সহকারী পরিদর্শক ১০টি পদে বিজ্ঞপ্তি: দুর্নীতি দমন কমিশন

Spread the loveসহকারী পরিদর্শক ১০টি পদে দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিদর্শক ১০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *