বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড Bangladesh water development job

Spread the love

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড | Bangladesh water development board

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড | Bangladesh water development board এর রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্যপদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতাসম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে Online-এ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

১। পদের নাম: সার্ভেয়ার (প্রকৌশল) – ১৩৭ জন
বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০/- টাকা, বেতন গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে নূন্যতম সার্ভে ফাইনাল পাস।

Google News বিস্তারিত জানতে Google News অনুসরণ করুন

 

২। পদের নাম: উর্ধ্বতন হিসাব সহকারী – ৩০ জন
বেতন স্কেল: ৯৭০০-২৩৪৯০/- টাকা, বেতন গ্রেড: ১৫
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানসহ বাণিজ্য বিষয়ে ন্যনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রী (খ) এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।

৩। পদের নাম: হিসাব করনিক – ৪৬ জন
বেতন স্কেল: ৯৩০০-২২৪৯০/-বেতন গ্রেড: ১৬
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
(খ) এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনার অভিজ্ঞতা।
বাংলাদেশ পানি উন্নয়নশর্তাবলী:
(১) Online আবেদন শুরু তারিখ: 18 June 2019 তারিখ।
(২) Online আবেদন শেষ তারিখ: 11 July 2019 তারিখ পর্যন্ত।

বয়স: 11 July 2019 তারিখ হিসেবে ১৮ থেকে ৩০ বছর।

পরীক্ষার ফি: ৬০০/- টাকা।

আবেদনের ঠিকানা>>  https://rms.bwdb.gov.bd/orms/
বিস্তারিত : বিজ্ঞপ্তি দেখুন।

আরো জানতে >>  janata bank limited জনতা ব্যাংকে অফিসার পদে নিয়োগ

 

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *