বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড 2000 জনের নিয়োগ

Spread the love

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সারা দেশ ব্যাপি বিদ্যুৎ উন্নয়নের জন্য ২০০০ জন লাইনক্র লেভেল লোক নিয়োগ দিবে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আগামী 23 April 2019 তারিখে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হলো।

পদের নাম: লাইনক্র লেভেল-০১

পদের সংখ্যা: 2000 জন

বেতন: 25000 টাকা (চুক্তিভিত্তিক)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় ২য় বিভাগ বা সিজিপিএ 4.00 এর সথ্যে 2.00 বা সিজিপিএ 5.00 মধ্যে 2.50 হতে হবে।

বয়স: 01 April 2019 তারিখ হিসেবে 18-22 বছর হতে হবে।

উচ্চতা: ৫ফিট ৪ ইঞ্চি

ওজন: ১১০ পাউন্ড

বুকের মাপ: ৩০-৩২ ইঞ্চি

আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম

ব্যবহারিক পরীক্ষা: ৭ মিনিটে ১ মাইল দৌড়, পুষআপ (বুকডাউন) ৫ বার, এছাড়াও শরীর চর্চা পরীক্ষা।

পরীক্ষার সময়: 23 April 2019 তারিখে আবেদন পত্র সহ নিজ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে উপস্থিত থাকতে হবে।

বি:দ্র: জেলার নাম ও উপস্থিত হওয়ার ঠিকানা এবং স্থান (বিজ্ঞপ্তি অনুযায়ী)।

বাংলাদেশ পল্লী উন্নয়ন

শর্তাবলী: (ক) A4 সাইজের কাগজে আবেদন পত্র ডাউনলোড দিয়ে আবেদন লিখতে হবে, (খ) বিজ্ঞপ্তি অনুযায়ী সকল কিছু সঙ্গে আনতে হবে,
(গ) চাকরির হলে 10000 টাকা জামানত দিতে হবে, (ঘ) 100 টাকার পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার আবেদনের সঙ্গে আনতে হবে।

Itel Super 26 Ultra

Itel Super 26 Ultra স্পেসিফিকেশন, ফিচার ও দাম

Google Pixel 10

Google Pixel 10 ইন্টারনেট ছাড়াই চলবে WhatsApp কল ও ভিডিও কল

আবেদনের নিয়ম: আবেদন পত্রের সাথে (ক) শিক্ষাগত যোগ্যতার এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র (মার্কশীট/প্রশংসাপত্র গ্রহনযোগ্য নয়),
(খ) নাগরিকত্ব সনদপত্র, (গ) সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত), (ঘ) ১০০ টাকার ব্যাংক ড্রাফট।

Google News বিস্তারিত জানতে Google News এর সঙ্গে থাকুন

নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইনগণ সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত চাকুরী করতে পারবেন।

পবিস মানব সম্পদ পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-1229।

সূত্র: ইত্তেফাক (10 April 2019) পৃষ্ঠা-১৩)

আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *