সারা দেশ ব্যাপি বিদ্যুৎ উন্নয়নের জন্য ২০০০ জন লাইনক্র লেভেল লোক নিয়োগ দিবে,
আগামী 23 April 2019 তারিখে নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য আহবান করা হলো।
পদের নাম: লাইনক্র লেভেল-০১
পদের সংখ্যা: 2000 জন
বেতন: 25000 টাকা (চুক্তিভিত্তিক)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় ২য় বিভাগ বা সিজিপিএ 4.00 এর সথ্যে 2.00 বা সিজিপিএ 5.00 মধ্যে 2.50 হতে হবে।
বয়স: 01 April 2019 তারিখ হিসেবে 18-22 বছর হতে হবে।
উচ্চতা: ৫ফিট ৪ ইঞ্চি
ওজন: ১১০ পাউন্ড
বুকের মাপ: ৩০-৩২ ইঞ্চি
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
ব্যবহারিক পরীক্ষা: ৭ মিনিটে ১ মাইল দৌড়, পুষআপ (বুকডাউন) ৫ বার, এছাড়াও শরীর চর্চা পরীক্ষা।
পরীক্ষার সময়: 23 April 2019 তারিখে আবেদন পত্র সহ নিজ নিজ জেলার পল্লী বিদ্যুৎ সমিতি অফিসে উপস্থিত থাকতে হবে।
বি:দ্র: জেলার নাম ও উপস্থিত হওয়ার ঠিকানা এবং স্থান (বিজ্ঞপ্তি অনুযায়ী)।
শর্তাবলী: (ক) A4 সাইজের কাগজে আবেদন পত্র ডাউনলোড দিয়ে আবেদন লিখতে হবে, (খ) বিজ্ঞপ্তি অনুযায়ী সকল কিছু সঙ্গে আনতে হবে,
(গ) চাকরির হলে 10000 টাকা জামানত দিতে হবে, (ঘ) 100 টাকার পোস্টাল অর্ডার, ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার আবেদনের সঙ্গে আনতে হবে।
আবেদনের নিয়ম: আবেদন পত্রের সাথে (ক) শিক্ষাগত যোগ্যতার এসএসসি/সমমান পরীক্ষার মূল/সাময়িক সনদপত্র (মার্কশীট/প্রশংসাপত্র গ্রহনযোগ্য নয়),
(খ) নাগরিকত্ব সনদপত্র, (গ) সদ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি (সত্যায়িত), (ঘ) ১০০ টাকার ব্যাংক ড্রাফট।
নিয়োগপ্রাপ্ত চুক্তিভিত্তিক লাইনগণ সর্বোচ্চ ৪৫ বছর বয়স পর্যন্ত চাকুরী করতে পারবেন।
পবিস মানব সম্পদ পরিদপ্তর বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তর ভবন, নিকুঞ্জ-২, খিলক্ষেত, ঢাকা-1229।
সূত্র: ইত্তেফাক (10 April 2019) পৃষ্ঠা-১৩)