বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে  নিয়োগ-এর আওতায় রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মােতাবেক সরাসরি কোটায় জনবল নিয়ােগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে http://brdb.Teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (online) আবেদন আহবান করা হচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

১। গবেষণা কর্মকর্তা-০৫টি
শিক্ষাগত যোগ্যতা- অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি।

২। ক্যামেরাম্যান-০১টি
শিক্ষাগত যোগ্যতা- ফটোগ্রাফিতে প্রশিক্ষণ সম্পন্ন স্নাতক।

৩। সহকারী আটিষ্ট-০১টি
শিক্ষাগত যোগ্যতা- শিল্পকলায় স্নাতক ডিগ্রি।

৪। অর্থনীতি/পরিসংখ্যানসহ- ০২টি
শিক্ষাগত যোগ্যতা- ২য় বিভাগসহ স্নাতক ডিগ্রি।

৫। পরিসংখ্যান সহকারী-০২টি
শিক্ষাগত যোগ্যতা- ২য় বিভাগসহ স্নাতক ডিগ্রি।

৬। নিরীক্ষা সহকারী-০৭টি
শিক্ষাগত যোগ্যতা- ২য় বিভাগসহ বি, কম পাশ।

৭। ক্যাশিয়ার -০২ টি
শিক্ষাগত যোগ্যতা- ২য় বিভাগসহ বি, কম পাশ।

নতুন চাকরি – খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি

৮। প্রশিক্ষক-০১টি
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ০২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট।

৯। ড্রাফটসম্যান-০১টি
শিক্ষাগত যোগ্যতা- ড্রাফটসম্যানশীপ এ সার্টিফিকেটসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ।

১০। অফসেট প্রিন্টিং অপারেটর- ০১টি
শিক্ষাগত যোগ্যতা- অপসেট লিথাে ইলিকট্রিক স্টেনসিল ডুপ্লিকেটিং মেশিন চালনায় ০২ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট পাশ।

১১। প্রুফরিডার -০১টি
শিক্ষাগত যোগ্যতা- প্রফরিডিং এ ০২ বছরের অভিজ্ঞতাসহ এস.এস.সি পাশ।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

১২। টেলিফোন অপারেটর-০২টি
শিক্ষাগত যোগ্যতা- টি পি,এ,বি,এক্স পরিচালনায় ০৩ বছরের।

১৩। ইলেকটিশিয়ান-০১টি
১৪। স্টোর কিপার- ০১টি
১৫। পাম্প চালক-০১টি।

zohabd-apply button

শর্ত ও নিয়মাবলি:
০১। অনলাইনে আবেদনপত্র http://brdb.Teletalk.com.bd ওয়েবসাইটে।
০২। আবেদনের সময়সীমা নিম্নরুপ।
ক. Online এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা।
খ. Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ ঘটিকা। (iii) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ টায়।
০৩। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আবেদন ফি:
ক. ০১ থেকে ০৭ পদের জন্য ৫০০/- টাকা
খ. ০৮ থেকে ১৫ পদের জন্য ২০০/- টাকা।

 

Loading spinner

Check Also

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে

ভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে ১৯১ পদের বিশাল নিয়োগ, আবেদন সীমিত

Spread the loveভ্রাম্যমাণ লাইব্রেরি প্রকল্পে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণগ্রন্থাগার অধিদপ্তরের উদ্যোগে বাস্তবায়নাধীন দেশব্যাপী ভ্রাম্যমাণ লাইব্রেরি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *