বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে  নিয়োগ-এর আওতায় রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে বিধি মােতাবেক সরাসরি কোটায় জনবল নিয়ােগের জন্য নিম্নবর্ণিত পদসমূহে শর্ত সাপেক্ষে বাংলাদেশের প্রকৃত/স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নোক্ত শর্তে http://brdb.Teletalk.com.bd ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে (online) আবেদন আহবান করা হচ্ছে। অনলাইন (online) ব্যতীত অন্য কোন মাধ্যমে প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না।

১। গবেষণা কর্মকর্তা-০৫টি
শিক্ষাগত যোগ্যতা- অর্থনীতি বা পরিসংখ্যানে মাস্টার্স ডিগ্রি।

২। ক্যামেরাম্যান-০১টি
শিক্ষাগত যোগ্যতা- ফটোগ্রাফিতে প্রশিক্ষণ সম্পন্ন স্নাতক।

৩। সহকারী আটিষ্ট-০১টি
শিক্ষাগত যোগ্যতা- শিল্পকলায় স্নাতক ডিগ্রি।

৪। অর্থনীতি/পরিসংখ্যানসহ- ০২টি
শিক্ষাগত যোগ্যতা- ২য় বিভাগসহ স্নাতক ডিগ্রি।

৫। পরিসংখ্যান সহকারী-০২টি
শিক্ষাগত যোগ্যতা- ২য় বিভাগসহ স্নাতক ডিগ্রি।

৬। নিরীক্ষা সহকারী-০৭টি
শিক্ষাগত যোগ্যতা- ২য় বিভাগসহ বি, কম পাশ।

৭। ক্যাশিয়ার -০২ টি
শিক্ষাগত যোগ্যতা- ২য় বিভাগসহ বি, কম পাশ।

নতুন চাকরি – খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুল নিয়োগ বিজ্ঞপ্তি

৮। প্রশিক্ষক-০১টি
শিক্ষাগত যোগ্যতা- উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট ট্রেড কোর্সে ০২ বছরের ডিপ্লোমা সার্টিফিকেট।

৯। ড্রাফটসম্যান-০১টি
শিক্ষাগত যোগ্যতা- ড্রাফটসম্যানশীপ এ সার্টিফিকেটসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ।

১০। অফসেট প্রিন্টিং অপারেটর- ০১টি
শিক্ষাগত যোগ্যতা- অপসেট লিথাে ইলিকট্রিক স্টেনসিল ডুপ্লিকেটিং মেশিন চালনায় ০২ বছরের অভিজ্ঞতাসহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সাটিফিকেট পাশ।

১১। প্রুফরিডার -০১টি
শিক্ষাগত যোগ্যতা- প্রফরিডিং এ ০২ বছরের অভিজ্ঞতাসহ এস.এস.সি পাশ।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড

১২। টেলিফোন অপারেটর-০২টি
শিক্ষাগত যোগ্যতা- টি পি,এ,বি,এক্স পরিচালনায় ০৩ বছরের।

১৩। ইলেকটিশিয়ান-০১টি
১৪। স্টোর কিপার- ০১টি
১৫। পাম্প চালক-০১টি।

zohabd-apply button

শর্ত ও নিয়মাবলি:
০১। অনলাইনে আবেদনপত্র http://brdb.Teletalk.com.bd ওয়েবসাইটে।
০২। আবেদনের সময়সীমা নিম্নরুপ।
ক. Online এ আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ০১ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকা।
খ. Online এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ ঘটিকা। (iii) আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ, বিকাল ০৫:০০ টায়।
০৩। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড আবেদন ফি:
ক. ০১ থেকে ০৭ পদের জন্য ৫০০/- টাকা
খ. ০৮ থেকে ১৫ পদের জন্য ২০০/- টাকা।

 

Check Also

জেলা প্রশাসক

জেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the loveজেলা প্রশাসক এর কার্যালয় লালমনিরহাট বিভিন্ন পদে সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে । …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *