বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাের নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে Online -এ নির্ধারিত ফর্মে (http://bbs.teletalk.com.bd ওয়েবসাইটে) নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে Online – এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
০১। সিনিয়র নক্সাবিদ -০১টি
গ্রেড-১২ (টাঃ ১১৩০০-২৭৩০০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগােল বা ভূগােল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে | অন্যন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
০২ | কম্পিউটার অপারেটর – ৪টি
গ্রেড-১৩ (টাঃ ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Ts এ উত্তীর্ণ হইতে হইবে।
০৩। পরিসংখ্যান সহকারী – ১০২টি
গ্রেড-১৩ (টাঃ ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অন্ন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
০৪। জুনিয়র পরিসংখ্যান সহকারী -৪১৬ টি
গ্রেড-১৩ (ট18 ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
০৫। নক্সাবিদ – ০১টি
গ্রেড-১৩ (ট18 ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগােল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞানসহ অন্যন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
০৬। ইনুমারেটর – ০৭টি
গ্রেড-১৩ (টাঃ ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অনুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।
নতুন চাকরির খবর: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি
০৭। এডিটিং অ্যান্ডি কোডিং অ্যাসিসটেন্ট – ১০টি
০৮। হিসাবরক্ষক -০২টি
০৯। ক্যাশিয়ার – ০৫টি
১০। ক্যাশিয়ার কাম ইউডিএ –০১টি
১১। সীট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর – ১০টি
১২। জুনিয়র নক্সাবিদ -০১টি
১৩। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর –৪৩টি
১৪। ডুয়েল ডাটা অপারেটর – ০৩টি
১৫। কম্পিউটার মুদ্রাক্ষরিক -০৮টি
১৬। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -১১টি
১৭। গাড়িচালক -০৫টি
১৮। মেশিনম্যান -০১টি
১৯। চেইনম্যান -৫৮টি
২০। অফিস সহায়ক -২৩টি
২১। লোডার – ০২টি
সকল শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুসারে।
শর্তাবলীঃ
০১। বিবিএস এর রাজস্ব বাজেটে কর্মচারী নিয়ােগ পরীক্ষা ২০২২-এর বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমেপরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://bbs.teletalk.com.bd এ পাওয়া যাবে।
০২। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ছকেআবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরুপ:
i Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭-০১-২০২২ খ্রি; সকাল ১০:০০ টা।
ii Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০-০২-২০২২ খ্রি.; বিকাল ০৫.০০ টা।
পক্ষার ফি:
ক. ক্রমিক নং ০১ থেকে ১৭ পদের জন্য জনপ্রতি পরীক্ষার ফি ১০০/- টাকা
খ. ক্রমিক নং ১৮ থেকে ২১ পদের জন্য জনপ্রতি পরীক্ষার ফি ৫০/- টাকা