বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নিয়োগ বিজ্ঞপ্তি

Spread the love

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাের নিয়োগ বিজ্ঞপ্তি

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরাের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদসমূহের বিপরীতে সরাসরি নিয়ােগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে Online -এ নির্ধারিত ফর্মে (http://bbs.teletalk.com.bd ওয়েবসাইটে) নিম্নলিখিত শর্তে নির্ধারিত সময়ের মধ্যে Online – এ আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।

০১। সিনিয়র নক্সাবিদ -০১টি
গ্রেড-১২ (টাঃ ১১৩০০-২৭৩০০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগােল বা ভূগােল ও পরিবেশ বিজ্ঞান বিষয়ে | অন্যন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

০২ | কম্পিউটার অপারেটর – ৪টি
গ্রেড-১৩ (টাঃ ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা:
(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং
(খ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Ts এ উত্তীর্ণ হইতে হইবে।

০৩। পরিসংখ্যান সহকারী – ১০২টি
গ্রেড-১৩ (টাঃ ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অন্ন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

০৪। জুনিয়র পরিসংখ্যান সহকারী -৪১৬ টি
গ্রেড-১৩ (ট18 ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণি দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

০৫। নক্সাবিদ – ০১টি
গ্রেড-১৩ (ট18 ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ভূগােল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞানসহ অন্যন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

০৬। ইনুমারেটর – ০৭টি
গ্রেড-১৩ (টাঃ ১১০০০-২৬৫৯০/-)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিতসহ অনুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি।

নতুন চাকরির খবর: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি

০৭। এডিটিং অ্যান্ডি কোডিং অ্যাসিসটেন্ট – ১০টি

০৮। হিসাবরক্ষক -০২টি

০৯। ক্যাশিয়ার – ০৫টি

১০। ক্যাশিয়ার কাম ইউডিএ –০১টি

১১। সীট-মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর – ১০টি

১২। জুনিয়র নক্সাবিদ -০১টি

১৩। ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর –৪৩টি

১৪। ডুয়েল ডাটা অপারেটর – ০৩টি

১৫। কম্পিউটার মুদ্রাক্ষরিক -০৮টি

১৬। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক -১১টি

১৭। গাড়িচালক -০৫টি

১৮। মেশিনম্যান -০১টি

১৯। চেইনম্যান -৫৮টি

২০। অফিস সহায়ক -২৩টি

২১। লোডার – ০২টি

সকল শিক্ষাগত যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুসারে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

শর্তাবলীঃ
০১। বিবিএস এর রাজস্ব বাজেটে কর্মচারী নিয়ােগ পরীক্ষা ২০২২-এর বিজ্ঞপ্তি, Online-এ আবেদনপত্র পূরণের নিয়মাবলী, SMS-এর মাধ্যমেপরীক্ষার ফি প্রদানের নিয়মাবলী ও অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদি ওয়েবসাইট http://bbs.teletalk.com.bd এ পাওয়া যাবে।
০২। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bbs.teletalk.com.bd এই ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ছকেআবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদনের সময়সীমা নিম্নরুপ:
i Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২৭-০১-২০২২ খ্রি; সকাল ১০:০০ টা।
ii Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ১০-০২-২০২২ খ্রি.; বিকাল ০৫.০০ টা।

পক্ষার ফি:
ক. ক্রমিক নং ০১ থেকে ১৭ পদের জন্য জনপ্রতি পরীক্ষার ফি ১০০/- টাকা
খ. ক্রমিক নং ১৮ থেকে ২১ পদের জন্য জনপ্রতি পরীক্ষার ফি ৫০/- টাকা

Loading spinner

Check Also

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

উপসহকারী পরিচালক ৫০টি পদে চাকরি দুর্নীতি দমন কমিশনে

Spread the loveউপসহকারী পরিচালক ৫০টি দুর্নীতি দমন কমিশনে – সহকারী পরিচালক ৫০টি পদে দুর্নীতি দমন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *