বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহে নিম্নবর্ণিত ২৭টি শুণ্য পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা হলো।
১। Name of Post: বৈজ্ঞানিক কর্মকর্তা -17 জন
স্থায়ী পদ: কৃষি-11টি, কৃষি প্রকৌশল-01টি, ইলেকট্রনিক্স-01টি, অস্থায়ী- কৃষি-04টি
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: কৃষি বা কৃষি প্রকৌশল বা কৃষি অর্থনীতি বা ইলেকট্রিক্যল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ফলিত পদার্থবিজ্ঞানে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমান, ৪ বছরের স্নাতক ডিগ্রী।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম
২। Name of Post: মেডিকেল অফিসার-01 জন।
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে চিকিৎসা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি (এমবিবিএস) এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল কর্তৃক নিবন্ধিত।
৩। Name of Post: গ্রোগ্রামার (আইসিটি)-01 জন
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা পদার্থবিজ্ঞান এবং ৪ বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি।
৪। Name of Post: খামার তত্ত্বাবধায়ক-01 জন
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমান এবং ৪ বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি।
৫। Name of Post: ফার্ম ম্যানেজার-07 জন
Grade: 09
Salary: 22000-53060 টাকা
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৃষি বিজ্ঞানে নূন্যতম দ্বিতীয় শ্রেণি বা সমমান এবং ৪ বছরের মেয়াদী স্নাতক ডিগ্রি।
নিয়োগের শর্তাবলী:
ক) নিদিষ্ট ফরমে আবেদন করতে হবে খ)৩০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার পাঠাতে হবে (সোনালী ব্যাংক, বিনা শাখা, ময়মনসিংহ, হিসাব কোড-001000013 কোডে পাঠাতে হবে)।
আবেদনের শেষ তারিখ: 09-05-2019 ইং
আবেদন পাঠানোর ঠিকানা: মহাপরিচালক, বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাকৃবি চত্তর, ময়মনসিংহ-2202