১। পদের নাম: ডিই/ইউসি (সিম্যান, কমিউনিকেশন ও টেকনিক্যাল)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান, বিজ্ঞান বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি এবং টেকনিক্যাল ইন্সটিটিউট হতে ন্যূনতম ‘এ’ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের গ্রাধিকার প্রদান করা হবে।
২। পদের নাম: মেডিকেল।
শিক্ষাগত যোগ্যতা: জীববিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান, জিপিএ ৩.০০ (ন্যূনতম)
৩। পদের নাম: পেট্রোলম্যান, রাইটার, স্টোর, কুক, স্টুয়ার্ড,এমওডিসি (নৌ)
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান, সকল বিভাগে জিপিএ ৩.০০ (ন্যূনতম)।
৪। পদের নাম: টোপাস।
শিক্ষাগত যোগ্যতা: ৫ম শ্রেণি পাস।
শারিরীক যোগ্যতা:
সিম্যান :১৬৭.৫ সেঃমিঃ (৫’-৬”)
পেট্রোলম্যান :১৭২.৫ সেঃমিঃ (৫’-৮”)
এমওডিসি(নৌ) :১৬৭.৫ সেঃমিঃ (৫’-৬”)
অন্যান্য শাখা :১৬২.৫ সেঃমিঃ (৫’-৪”)
বুকের মাপ: :৭৬-৮১ সেঃমিঃ (৩০”-৩২”)সম্প্রসারণ ৫ সেঃমিঃ (২”)।
চোখের দৃষ্টি :৬/৬
বয়স : ০১ জুলাই ২০২০ তারিখে (১) নার্বিক ১৭ থেকে ২০ বছর(২) এমওডিসি(নৌ): ১৭ থেকে ২২ বছর বয়সের এফিডেভিড গ্রহণযোগ্য নয়।
অনলাইন আবেদন পদ্ধতি:
Sailor পদে আবেদনকারী প্রার্থীগনকে www.joinnavy.navy.mil.bd ওয়েবসাইটে প্রবেশ করে Home page এ। Apply Now {Sailor and MODC(N)} এ ক্লিক করে আবেদন পদ্ধতি অনুসরণ করতে হবে। আবেদনের শেষ পর্যায়ে অনলাইন ব্যাংকিং/মোবাইল ব্যাংকিং এর। মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে। এ পর্যায়ে প্রার্থীগণ যে কোন ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট/ডেবিট কার্ড (যেমনঃ Visa, Master Card ও American Express)। এবং মোবাইল ব্যাংকিং (যেমনঃ বিকাশ, রকেট, t-cash, শিওরক্যাশ, এমক্যাশ, মাইক্যাশ, ওয়ানক্যাশ, ইজিক্যাশ, কিউক্যাশ, নেক্সাস, এমেক্স) ইত্যাদির মাধ্যমে। চার্জ ব্যতিত ২০০/০০- (টাকা দুইশত) টাকার (অফেরতযােগ্য) আবেদন ফি প্রদান করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সাথে সাথে প্রার্থীগণকে। আবেদন পত্রটি ডাউনলোড ও প্রিন্ট করে পরবর্তীতে এই বিজ্ঞাপনে প্রদত্ত তারিখ অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্রে অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকতে হবে।