বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকা নিয়ােগ বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠ পর্যায়ের কার্যালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নে বর্ণিত শূন্য পদসমূহ সরাসরি নিয়ােগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহবান করা যাচ্ছে
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
বেতন: 9300-22490/- টাকা (গ্রেড-১৬)
শিক্ষাগত যোগ্যতা: কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ;
খ) কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
গ) কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ সংশিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ হতে হবে।
বয়স: 01 May 2019 তারিখে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী:
পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি http://ecs.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময়: 22 May 2019 সকাল- 10am টা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: 11 June 2019 বিকাল- 5.00pm টা।
পরীক্ষার ফি: ফি বাবদ ১১২/- (একশত বার) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘণ্টার মধ্যে জমা দিবেন।
ফি প্রদানের নিয়ম:
প্রথম SMS: ECSUser ID লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: ECS ABCDEF Reply: Applicant’s Name, Tk………. will be charged as application fee. Your PIN is 12345678. To pay fee Type ECSYesPIN and send to 16222.
দ্বিতীয় SMS: ECSYesPIN লিখে Send করতে হবে 16222 নম্বরে।
Example: ECS YES 12345678 Reply: Congratulations Applicant’s Name, payment completed successfully for ECS Application for post XXXXXXXXX User ID is (ABCDEF) and Password (XXXXXXXX).
Technical Education Board বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে বিভিন্ন কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি