বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, জয়দেবপুর, গাজীপুর-এর পরিচালনাধীন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ে নিম্নবর্ণিত পদসমূহে নিয়োগগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।
01. সহকারী শিক্ষক (স্থায়ী পদ গণিত-01টি)
বেতন: 16000-38640/- টাকা
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বৎসর।
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই নিবন্ধনকৃত অথবা ইনডেক্সধারী হতে হবে।
02. সহকারী শিক্ষক (স্থায়ী পদ ইংরেজী-01টি)
বেতন: 16000-38640/- টাকা
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বৎসর।
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য স্থায়ী পদ এবং প্রচলিত অন্যান্য ভাতাদি নয়। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই নিবন্ধনকৃত অথবা ইনডেক্সধারী হতে হবে।
03. সহকারী শিক্ষক (স্থায়ী পদ ব্যবসায় শিক্ষা-01টি)
বেতন: 16000-38640/- টাকা
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বৎসর।
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য স্থায়ী পদ এবং প্রচলিত অন্যান্য ভাতাদি নয়। প্রার্থীকে সংশ্লিষ্ট বিষয়ে অবশ্যই নিবন্ধনকৃত অথবা ইনডেক্সধারী হতে হবে।
আরও পড়ুন >> স্বপ্নে বাড়ী ঘর দেখলে আপনার কি হতে পারে
04. সহকারী শিক্ষক (গণিত-01টি)
বেতন: সর্বসাকূল্যে 17500/- টাকা
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বৎসর।
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গণিত বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। পদার্থ ও রসায়ন বিজ্ঞান পাঠদানে দক্ষ প্রার্থীকে অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের জিপিএ গ্রহণযোগ্য নয়।
05. সহকারী শিক্ষক (ইংরেজী-01টি)
বেতন: সর্বসাকূল্যে 17500/- টাকা
বয়স: প্রার্থীর বয়স অনূর্ধ্ব 35 বৎসর।
Education Qualification: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইংরেজী বিষয়ে স্নাতক সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি।
শর্তাবলীঃ
01. প্রার্থীকে মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর-১৭০১ এর বরাবরে আবেদন করতে হবে।
02. বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়-এর অনুকূলে 01, 02 ও 03 নং পদের প্রার্থীদের 500/- টাকা,
04 ও 05 নং পদের প্রার্থীদের 400/- টাকা মূল্যের পোস্টাল অর্ডার আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে।
04. আবেদনের শেষ তারিখ:28 April 2019
05. 03 May 2019 তারিখ শুক্রবার বেলা 11.00 টায়।
আরও পড়ুন >> কৃষি ব্যাংকে লাখ থেকে কোটি টাকার ডিপোজিট স্কীম